thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

টেকনাফে ১৮ লাখ ইয়াবা উদ্ধার

২০১৮ মার্চ ১৬ ১৫:৩৪:২৯
টেকনাফে ১৮ লাখ ইয়াবা উদ্ধার

টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদী থেকে ১৮ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৬ মার্চ) ভোর রাতে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক আসাদুজ্জামান চৌধুরী গণমাধ্যমকে জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসবে এমন খবর পেয়ে বিজিবির একটি দল বৃহস্পতিবার দিনগত রাত থেকেই নাফ নদীতে অবস্থান নেয়। পরে শুক্রবার ভোরে মিয়ানমারের দিক থেকে একটি নৌকা নাফ নদীতে আসে। বিজিবি সদস্যরা নৌকাটিকে থামার জন্য সংকেত দিয়ে চ্যালেঞ্জ জানায়। এ সময় ইয়াবা পাচারকারীরা নৌকাটিকে তীরে রেখে কেওড়া বাগানের দিকে পালিয়ে যায়।

বিজিবি অধিনায়ক আরও জানান, পরে নৌকা থেকে একটি বস্তায় ভরা ১৮ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এদিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকা থেকে আজ শুক্রবার ভোর রাতে দুই হাজার নয়শ’ ৯৬ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে বিজিবি।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে বিজিবি।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ১৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর