thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

শাহজালালে ময়লার ঝুড়ি থেকে তিন কেজি স্বর্ণ উদ্ধার

২০১৮ মার্চ ১৭ ১১:২২:২৩
শাহজালালে ময়লার ঝুড়ি থেকে তিন কেজি স্বর্ণ উদ্ধার

দ্য রিপোর্ট প্রতিবেদক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে টয়লেটে ময়লার ঝুড়ি থেকে তিন কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস।

শুক্রবার রাত দেড়টার দিকে স্বর্ণগুলো উদ্ধার করা হলেও এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী এসব তথ্য জানিয়েছেন।

অথেলো চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা কাস্টমস হাউসের একটি দল বোর্ডিং ব্রিজ এলাকায় অবস্থান করছিল। পরবর্তীতে ৯নম্বর বোর্ডিং ব্রিজের কাছাকাছি এলাকায় একটি টয়লেটের ময়লার ঝুড়ি থেকে তিনটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। বার তিনটির ওজন তিন কেজি যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।

এ ঘটনায় কাস্টমস অ্যাক্ট ১৯৬৯ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ১৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর