thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

হাইকোর্টে আগাম জামিনের বেঞ্চ বৃদ্ধির আহ্বান

২০১৪ মার্চ ০২ ১৬:৪০:০৬
হাইকোর্টে আগাম জামিনের বেঞ্চ বৃদ্ধির আহ্বান

দ্য রিপোর্ট প্রতিবেদক : আগাম জামিনের আবেদন নিষ্পত্তির লক্ষ্যে হাইকোর্টের বেঞ্চ বৃদ্ধির জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন জানিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল।

বাংলাদেশ বার কাউন্সিল কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংগঠনের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন রবিবার বিকেলে এ আবেদন জানান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘‌‌সারাদেশে রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে ঢালাওভাবে মামলা হচ্ছে। পুলিশ এ ধরনের মামলায় বেশিরভাগ ক্ষেত্রে কয়েকজন আসামির নাম দিয়ে অজ্ঞাত আরও দুই-তিনশ’, এমনকি কয়েক হাজার আসামির উল্লেখ করে মামলা দায়ের করেন। ফলে ওই সকল মামলায় পুলিশ অজ্ঞাতনামা আসামি হিসেবে এলাকার যেকোনো ব্যক্তিকে গ্রেফতারের হুমকি দিয়ে ‘গ্রেফতার বাণিজ্য’ করছে।’

তিনি আরও বলেন, ‘পুলিশের নির্যাতন হতে রক্ষা পেতে প্রত্যন্ত অঞ্চল থেকে গ্রেফতারের ভয়ে আগাম জামিন লাভে শত শত লোক হাইকোর্টে আসেন। ফলে হাইকোর্টের মাননীয় বিচারকদের পক্ষে এই বিপুল সংখ্যক আগাম জামিনের আবেদন শোনা কঠিন হয়ে দাঁড়ায়। তা সত্ত্বেও তারা অসীম ধৈর্য ও পরিশ্রম করে অযথা হয়রানিমূলক মামলা থেকে নিরীহ মানুষকে পুলিশের নির্যাতন থেকে রক্ষা করতে আগাম জামিন দেন।’

মাহবুব হোসেন বলেন, ‘মামলা দায়েরের কারণ অনুধাবন না করে ঢালাওভাবে হাইকোর্ট আগাম জামিন দিচ্ছে বলে বিচারকদের প্রতি কেউ কেউ কটাক্ষ করছে। এর ফলে পুলিশের গ্রেফতার বাণিজ্য ও হয়রানিমূলক নির্যাতনের পথ আরও উন্মুক্ত হয়েছে।’

এ সময় তদন্ত শেষ অথবা গ্রেফতারি পরোয়ানা জারি ব্যতীত কাউকে রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেফতার করে হয়রানি ও নির্যাতন না করার দাবি জানান খন্দকার মাহবুব।

৫ জানুয়ারির নির্বাচনের আগে ও পরে এ পর্যন্ত সাত লাখ রাজনৈতিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

(দ্য রিপোর্ট/এসএ/এসকে/সা/মার্চ ০২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর