thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৪ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

এবার এইচএসসিতে পরীক্ষার্থী ১৩ লাখ ১১ হাজার : শিক্ষামন্ত্রী

২০১৮ মার্চ ২৮ ১৪:০২:১৩
এবার এইচএসসিতে পরীক্ষার্থী ১৩ লাখ ১১ হাজার : শিক্ষামন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক : এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৯২ হাজার ৭৩০জন, ছাত্রী ৬ লাখ ১৮ হাজার ৭২৭ জন।

বুধবার (২৮ মার্চ) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানিয়েছেন।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী ২ এপ্রিল থেকে সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রশ্ন ফাঁস ঠেকাতে পরীক্ষা শুরুর ২৫ মিনিট পূর্বে প্রশ্নপত্রের খাম খোলা হবে।

নুরুল ইসলাম নাহিদ বলেন, এবার সারা দেশে ৮ হাজার ৯৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার ৫৪১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার গত বছরের চেয়ে পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ২৭ হাজার ৭৭১জন। বৃদ্ধির হার ১০.৭৯ শতাংশ। মোট শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে ৭৯টি। কেন্দ্র বেড়েছে ৪৪টি।

প্রসঙ্গত, আগামী ২ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে, চলবে ১৩ মে পর্যন্ত।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর