thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

ঢাকা-সিলেট মহাসড়কে ধর্মঘট চলছে

২০১৮ মে ০৪ ১৮:৪৬:২৯
ঢাকা-সিলেট মহাসড়কে ধর্মঘট চলছে

সিলেট প্রতিনিধি: সিলেট-ঢাকা মহাসড়কে শুক্রবার সকাল থেকে ধর্মঘট চলছে। পরিবহন শ্রমিক নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে এই ধর্মঘট ডেকেছে সিলেট-ঢাকা বাস মালিক সমিতি।

হঠাৎ করে ডাকা এই ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন যাত্রীরা। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে তারা টার্মিনালে গিয়ে ফিরে আসতে বাধ্য হয়েছেন।

সমিতির সিলেট প্রান্তের সভাপতি জমির উদ্দিন বলেন, পরিবহন শ্রমিক সমিতির পক্ষ থেকে আগে বাস প্রতি ৩০ টাকা করে চাঁদা নেয়া হতো। কিন্তু ১ মে থেকে সেটি ৫০ টাকা করা হয়েছে। তাই এই ধর্মঘট ডাকা হয়েছে।

ধর্মঘট সমর্থনকারী ঢাকার সায়েদাবাদ আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, অবৈধভাবে চাঁদা নেয়ার প্রতিবাদে আমরা ঢাকা-সিলেট বাস চলাচল বন্ধ রেখেছি। এটার সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।

তবে দ্রুতই এই সমস্যার সমাধান হবে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক বলেন, এই ধর্মঘটের সঙ্গে শ্রমিকদের সংশ্লিষ্টতা নেই। তাদের কল্যাণেই চাঁদা বৃদ্ধি করা হয়েছে এবং সাধারণ শ্রমিকরা তা মেনে নিয়েছেন।

তিনি আরও জানান, অন্যান্য বাস না চললেও তার নিয়ন্ত্রনাধীন এনা পরিবহনের বাসগুলো চলাচল করছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর