thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ মার্চ ২০১৯, ১০ চৈত্র ১৪২৫,  ১৭ রজব ১৪৪০

ঈদের নাটকে মেহজাবিন সুচিত্রা, নিশো রাজ্জাক

২০১৮ মে ০৯ ১২:৪৮:৫১
ঈদের নাটকে মেহজাবিন সুচিত্রা, নিশো রাজ্জাক

দ্য রিপোর্ট ডেস্ক : আসছে ঈদের নাটক তৈরি করছেন হাবিব শাকিল। আর তাতেই দেখা যাবে রাজ্জাক ও সুচিত্রাদের সময়কার আবহ। আর এই ‘রাজ্জাক-সুচিত্রা’ নাটকে সুচিত্রা হবেন মেহজাবিন।

চরিত্রটি নিয়ে মেহজাবিনও বেশ উচ্ছ্বসিত। নাটকে রাজ্জাক চরিত্রে অভিনয় করবেন আফরান নিশো।

এ নাটকের গল্পজুড়ে থাকছে সেই সময়ের মেয়েদের সাজসজ্জা। ছেলেমেয়ের প্রেম। আসছে ঈদের জন্যই ‘রাজ্জাক-সুচিত্রা’ নাটকটি নির্মাণ হচ্ছে বলে জানান নির্মাতা।

(দ্য রিপোর্ট/এনটি/মে ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর