thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

প্রথম আলোর বিরুদ্ধে ২০০ কোটি টাকার মানহানি মামলা

২০১৪ মার্চ ০৩ ১১:১৯:১০
প্রথম আলোর বিরুদ্ধে ২০০ কোটি টাকার মানহানি মামলা

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রথম আলোর বিরুদ্ধে ২০০ কোটি টাকার মানহানির মামলা করেছেন কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের মালিক ইঞ্জিনিয়ার এমএ রশীদ।

ঢাকার চতুর্থ যুগ্ম-জেলা জজ মুহাম্মদ আবু তাহেরের আদালতে সোমবার এ মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণযোগ্য হবে কিনা, এ বিষয়ে শুনানির দিন ধার্য করছে ১০ মার্চ।

এ মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, প্রধান বার্তা সম্পাদক ও কুমিল্লা প্রতিনিধিকে অভিযুক্ত করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, বিবাদীগণ বাদীর বিভিন্নমুখী উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে ঈর্ষান্বিত হয়ে অবাস্তব, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করে আসছেন।

এতে বলা হয়, ১নং বিবাদীর (মতিউর রহমান) মালিকানাধীন পত্রিকায় গত বছরের ২১ ডিসেম্বর ‘মন্ত্রীর পরিচিতকে রেলের জমি দেওয়ার উদ্যোগ?’, ২২ ডিসেম্বর প্রথম পাতায় ‘রেলপথমন্ত্রীর জমি সম্প্রদান : সরকারি জমি নয়-ছয় কার স্বার্থে’ এবং ২৩ ফেব্রুয়ারি পত্রিকার প্রথম পাতায় ‘ঠিকাদারের দাওয়াতে হাজির তিন মন্ত্রী : চার বিদ্যালয় বন্ধ রেখে মেজবান’ শিরোনামে সংবাদ প্রকাশে বাদীর মানহানি হওয়ায় এই মামলা দায়ের করা হয়েছে।

(দ্য রিপোর্ট/জেএ/এমসি/এজেড/মার্চ ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর