thereport24.com
ঢাকা, সোমবার, ১৬ জুলাই ২০১৮, ১ শ্রাবণ ১৪২৫,  ২ নভেম্বর ১৪৩৯

ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে ২ ভাইয়ের মৃত্যু

২০১৮ মে ১৪ ১২:৩৮:৩১
ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে ২ ভাইয়ের মৃত্যু

ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদরের মৃত্যু হয়েছে। নিহতদের নাম- আল-আমিন (৫) ও সিয়াম (৩)।

সোমবার (১৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের পাঙ্গাসিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা ওই এলাকার মিজানের ছেলে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির গণমাধ্যমকে জানান, সকালে এক বাড়ি থেকে অন্য বাড়িতে পল্লী বিদ্যুতের সংযোগ দেওয়ার কাজ চলছিলো। নতুন তারের সঙ্গে পুরনো লাইনের সংযোগ দেওয়ায় উভয় তারে বিদ্যুৎ সঞ্চালন হয়ে যায়। এ সময় মাটিতে থাকা তারের সঙ্গে জড়িয়ে আমিন ও সিয়াম বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে।

(দ্য রিপোর্ট/এনটি/মে ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবররে