thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

২০১৮ মে ১৬ ১৫:২০:১২
ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে জেলা গোয়েন্দা পুলিশের সাথে তথাকথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাতনামা (৩০) এক ডাকাত সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

বুধবার (১৬ মে) ভোর রাতে গফরগাঁও উপজেলার পাগলা থানার বারই হাটী বটতলা আরজ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি আশিকুর রহমান জানান, বুধবার ভোর রাতে গফরগাঁও উপজেলার পাগলা থানার বারই হাটী বটতলা আরজ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তায় গাছের গুড়ি ফেলে একদল ডাকাত পথচারী ও যানবাহনে ডাকাতি করছিল। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে অজ্ঞাতনামা এক ডাকাত সদস্য আহত হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।

(দ্য রিপোর্ট/এনটি/মে ১৬, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর