thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

জার্মানির ৮০ বছর পর গ্রুপ পর্বেই বিদায়

২০১৮ জুন ২৭ ২৩:৫৫:৪৬
জার্মানির ৮০ বছর পর গ্রুপ পর্বেই বিদায়

দ্য রিপোর্ট ডেস্ক: 'আমি ভাষা হারিয়ে ফেলেছি। ঘটনাটা কি ঘটেছে তা বুঝতে আরও একটু সময় লাগবে।' দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জার্মানির হার এবং রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ায় ডার্ক নটজি নামের এক ব্যক্তি টুইট করেছেন। ভাষা হারা হয়ে গেছে বিশ্বজুড়ে ফুটবলের কোটি কোটি সমর্থক। জার্মানি তাদের ফুটবল ইতিহাসে দ্বিতীয় বারের মতো গ্রুপ পর্বেই বিদায় নিল। তাদের এমন হার এবং বিশ্বকাপের রং বিবর্ণ করে বিদায় নেওয়ায় ভাষা হারানোরই কথা।

ডামান নামের একজন টুইট করেছেন, 'আজ দিয়ে তিন দিন। রাশিয়া বিশ্বকাপ শেষ সময়ে গোল দেখছে এবং বিস্ময় জাগানিয়া কিছু ঘটিয়ে দিচ্ছে। ঈশ্বর হচ্ছেটা কি!' ফিফা তাদের নিজস্ব টুইটার থেকে টুইট করেছে, 'জার্মানি বাড়ির পথ ধরেছে।' ফুটবল ট্রান্সফার লিখেছে, 'জার্মানি তাদের ফুটবল ইতিহাসে এই প্রথমবার গ্রুপ পর্বেই বিদায় হয়ে গেল।'

ওদিকে জার্মানির হারে ইংল্যান্ড ফুটবল ভক্তরা খুশি হয়েছে বলে অনেকে টুইট করছেন। এক ব্যক্তি টুইট করে লিখেছেন, 'জার্মানির জয়ে ইংল্যান্ড সমর্থকরা যে কতটা খুশি হয়েছে তা তারা ভাষায় প্রকাশ করতে পারছে না।' ওদিকে সানের মতো একজনকে সাজিয়ে টুইটারে ছবি দিয়েছেন মাইক সান্স নামের এক টুইটার ব্যবহারকারী। তার মতে, 'জার্মান দলে সুযোগ না পেয়ে সানে নিশ্চয় দলের হারে এখন উল্লাস করছে।'

এর আগে জার্মানি বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিল ১৯৩৮ সালে। গত ৮০ বছরে তারা গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়নি। শেষ ৪০ বছরে জার্মানি কমপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলেছে। এবার ১৯৩৮ সাল আর ২০১৮ সাল এক বিন্দুতে মিলে গেল।

(দ্য রিপোর্ট/একেএমএম/ জুন ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর