thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

আয়কর ও ভ্যাট জমা নিতে ৩০ জুন সব ব্যাংক খোলা

২০১৮ জুন ২৮ ০০:০৯:২৩
আয়কর ও ভ্যাট জমা নিতে ৩০ জুন সব ব্যাংক খোলা

দ্য রিপোর্ট প্রতিবেদক: আগামী শনিবার (৩০ জুন) দেশের সব ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো ওই নির্দেশনায় বলা হয়েছে, আয়কর, ভ্যাট ও শুল্ক সরকারি কোষাগারে জমাদানের সুবিধার্থে শনিবার সব তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখাসমূহ খোলা রাখতে হবে।

এতে আরো উল্লেখ করা হয়েছে, করদাতাদের আয়কর, ভ্যাট ও শুল্ক জমাদানের সুবিধার্থে চেক বা চালান অথবা পে-অর্ডার বা ডিমান্ড ড্রাফট সেবা চালু রাখার লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণপূর্বক সব ব্যাংকের সংশ্লিষ্ট শাখাসমূহ খোলা রাখতে হবে।

(দ্য রিপোর্ট/একেএমএম/জুন ২৮,২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর