thereport24.com
ঢাকা, রবিবার, ২১ এপ্রিল ২০১৯, ৮ বৈশাখ ১৪২৬,  ১৬ শাবান ১৪৪০

সীতাকুণ্ডে গোসলে নেমে তিনজন নিখোঁজ

২০১৮ জুলাই ০৬ ১৮:৫৯:০৮
সীতাকুণ্ডে গোসলে নেমে তিনজন নিখোঁজ

চট্টগ্রাম অফিস: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া সৈকতে গোসল করতে নেমে তিনজন নিখোঁজ হয়েছেন। শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সূত্র জানায়, নিখোঁজ তিনজনকে উদ্ধারে কাজ শুরু করেছে।

ফায়ার সার্ভিসের চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, তিনজনের নিখোঁজের খবর পেয়ে আমাদের ডুবুরি টিম ঘটনাস্থলে গেছে এবং তল্লাশি শুরু করেছে।

বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতের কাছে সাগর এখন প্রচণ্ড উত্তাল। উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে। নিখোঁজ তিনজনের নাম-পরিচয় এবং বয়স এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছেন জসিম উদ্দিন।

একই স্থানে গত ২১ জুন দুই কলেজছাত্র গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিল। পরে তাদের লাশ উদ্ধার করা হয়।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুলাই ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর