thereport24.com
ঢাকা, রবিবার, ২১ এপ্রিল ২০১৯, ৮ বৈশাখ ১৪২৬,  ১৬ শাবান ১৪৪০

সিলেটে বাথরুমে ৩ নারীর গলিত লাশ উদ্ধার

২০১৮ জুলাই ৩০ ১৪:৩২:৪৫
সিলেটে বাথরুমে ৩ নারীর গলিত লাশ উদ্ধার

সিলেট প্রতিনিধি : সিলেটে একটি কলোনির বাথরুম থেকে তিন নারীর গলিত লাশ উদ্ধার করা হয়েছে।

দক্ষিণ সুরমা থানা পুলিশ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে।
এ ঘটনায় এরশাদ নামে ওই কলোনির কেয়ারটেকারকে আটক করেছে পুলিশ।

কলোনির মালিক প্রবাসী কামাল আহমেদের বড় ভাই মোস্তফা মিয়া জানিয়েছেন, নিহত তিন নারীই কলোনির কেয়ারটেকার এরশাদের আত্মীয়। তিনদিন আগে নিহত তিনজন ও একজন পুরুষ বেড়াতে আসেন। তারা ওই কক্ষেই ছিলেন।

দুই দিন যাবত কক্ষটি তালাবদ্ধ থাকার পর সোমবার দুর্গন্ধ বেরুলে থানায় খবর দেয়া হয়।

নিহত তিনজনেই বয়স ২৫ থেকে ৩৫। একজনের চোখ ওড়না দিয়ে বাঁধা ছিল বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার উপ-পরিদর্শক (এসআই) লোকমান আহমদ। নিহত তিন নারীর সঙ্গে বেড়াতে আসা ব্যক্তি পলাতক রয়েছেন বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর