thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

মূল ঘাতক সড়ক দুর্ঘটনা: স্বরাষ্ট্রমন্ত্রী

২০১৮ আগস্ট ১১ ১৭:০৯:৩০
মূল ঘাতক সড়ক দুর্ঘটনা: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে এই মুহূর্তে কিডনির রোগ ও ক্যান্সার মূল ঘাতক নয়, মূল ঘাতক হলো সড়ক দুর্ঘটনা। শনিবার দুপুরে কুমিল্লা বুড়িচং উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবছর সড়কে ৬ হাজার মানুষের প্রাণহানি ঘটছে। যে পরিমাণ গাড়ি সড়কে আছে তার বিরাট অংশই ফিটনেসবিহীন। তাছাড়া মানুষ ট্রাফিক আইন মানতে চায় না। চালকের দক্ষতা যেমন প্রয়োজন আছে, জনগণের সচেতনতাও দরকার আছে। সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, 'ভিডিও ফুটেজ দেখে সাংবাদিক নির্যাতনে জড়িতদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীকে নির্দেশ দিয়েছি।' স্থানীয় এমপি ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরুসহ পুলিশ ও প্রশাসনের পদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ১১, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর