thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত

২০১৮ আগস্ট ২২ ১১:৪৩:০০
বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত

দ্য রিপোর্ট প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ আগস্ট) প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়। এরপর আরো ৪টি জামাত যথাক্রমে ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয়।

প্রতিটি জামাতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মুসল্লীরা অংশ নেন। মসজিদের উত্তর ও দক্ষিণ গেট ছিল মুসল্লীপূর্ণ। কেউ কেউ আবার এক জামাতে জায়গা না পেয়ে অন্য জামাতের জন্য অপেক্ষা করেন।

প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী। দ্বিতীয় জামাতে তেজগাঁও রেলওয়ে জামে মসজিদের ইমাম ড. মাওলানা মুসতাক আহমাদ, তৃতীয় জামাতে মহাখালী হোছাইনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা নজরুল ইসলাম আল ফারুক, চতুর্থ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতী মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ ইমামতি করেন।

পঞ্চম ও সর্বশেষ জামাত পৌনে ১১টায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা আব্দুর রব মিয়া ইমামতি করেন।

নামাজ শেষে দেশ ও জাতির সুখ-শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ২২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর