thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলনের প্রয়োজন হবে না

২০১৮ আগস্ট ২৯ ১৩:২০:৩৫
সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলনের প্রয়োজন হবে না

দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলনের প্রয়োজন হবে না। জাতীয় ঐক্য ফ্রন্টের নেতাদের সবিনয়ে বলব, সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলনের প্রয়োজন হবে না। দেশে একসেপ্টেবল (গ্রহণযোগ্য) নির্বাচন হবে। আপনারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিন।

বুধবার (২৯ আগস্ট) সকালে রাজধানীর শ্যামলীতে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের জন্য আবাসিক ভবন তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় নবগঠিত যুক্তফ্রন্টকে নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপির ক্ষমতায় যাওয়ার স্বপ্ন অচিরেই ভেঙে যাবে। যারা ইতিবাচক রাজনীতি করে যাদের বিরুদ্ধে কোন সন্ত্রাসের অভিযোগ নেই নির্বাচনের আগে তাদের গ্রেফতার করা হবে না তবে কিন্ত আইনের চোখে যারা অপরাধী নির্বাচনের আগে তাদের গ্রেফতার না করার কোন কারণ নেই।

ওবায়দুল কাদের আরও বলেন, শেখ হাসিনার সরকার বা আওয়ামী লীগের কোন ক্ষমতাকেন্দ্রিক উচ্চাভিলাষী স্বপ্নের বিলাসী সৌধ নেই। ক্ষমতাকেন্দ্রিক কোন প্রাসাদ নেই, যেটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। বিএনপি নেতাদের বলতে চাই, আপনারা যে ক্ষমতার সিংহাসনের স্বপ্ন দেখছেন, এই স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে পড়বে।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ২৯. ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর