thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯, ২ শ্রাবণ ১৪২৬,  ১৪ জিলকদ  ১৪৪০

সালমান খানের বাবার কারণেই আজ আমি শাহরুখ

২০১৮ সেপ্টেম্বর ০৫ ০৮:২৯:০৯
সালমান খানের বাবার কারণেই আজ আমি শাহরুখ

দ্য রিপোর্ট ডেস্ক : বলিউড কিং শাহরুখ খান। বলিউড বাদশা নামেও খ্যাত এই অভিনেতা। বলিউডে শাহরুখ খানের যশ, খ্যাতির পেছনে কে বা কারা রয়েছেন?

সে বিষয়ে যাকে স্মরণ করেছেন শাহরুখ খান তিনি হলেন সালমান খানের বাবা সেলিম খান।

সম্প্রতি সালমান খানের সঞ্চালনায় 'দশ কা দম'-৩ এর ফাইনাল রাউন্ডে অতিথি হিসাবে এসেছিলেন শাহরুখ। সেখানেই এ কথা বলেন তিনি।

শাহরুখ বলেন, যখন আমি প্রথমবার মুম্বাই এসেছিলাম, তখন আমি একজন সাধারণ এক অভিনেতা ছিলাম। মুম্বাইতে ভালো থাকা খাওয়ারও স্থান ছিলনা আমার। সে সময় সালমানের বাড়িতেই আমি খাবার খেয়েছিলাম। সেলিম খানজী আমাকে ভীষণভাবে সাহায্য করেছিলেন। বলতে গেলে ওনার সাহায্যেই আজ আমি শাহরুখ হয়েছি।

বলিউডে সালমান ও শাহরুখ এ দুই তারকার বন্ধুত্ব সর্বজনবিদিত। বিটাউনে তাদের বন্ধুত্ব করণ-অর্জুন উপাধিতে পরিচিত।

সে বন্ধুত্বের বন্ধনকে যেন আরও দৃঢ় করলেন শাহরুখ, আমি এই শোয়ে এসেছি শুধুমাত্র সালমানের জন্য। ও আমাকে যেখানে যেতে বলবে আমি যেতে রাজি।

প্রসঙ্গত, সালমান খানের বাবা সেলিম খান বলিউডের একজন খ্যাতনামা চিত্রনাট্যকার। 'জাঞ্জির', 'সীতা অউর গীতা', 'শোলে'-র মত ছবির চিত্রনাট্যকার তিনি।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৫, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর