thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৪ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

‘আজহারের নির্দেশে বাবাসহ ১৫ জনকে হত্যা করা হয়’

২০১৪ মার্চ ০৫ ১৬:০৯:০৮
‘আজহারের নির্দেশে বাবাসহ ১৫ জনকে হত্যা করা হয়’

দ্য রিপোর্ট প্রতিবেদক : মুক্তিযুদ্ধের সময় আজহারের নির্দেশে আমার বাবা মমতাজ আলী সরকারসহ গ্রামের ১৫ জনকে পাক হানাদার বাহিনী হত্যা করেছে বলে আদালতকে জানান, সাক্ষী মোখলেছুর রহমান সরদার (৫৬)।

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে প্রসিকিউশনের ৩য় সাক্ষী জবানবন্দীকালে এ কথা বলেন।

বুধবার চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ জবানবন্দী গ্রহণ করেন।

সাক্ষীর জবানবন্দী গ্রহণ শেষে জেরা অসমাপ্ত অবস্থায় রেখে মামলার কার্যক্রম আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়।

আদালতে মোখলেছুর রহমান বলেন, ‘আজহারের নির্দেশে পাক হানাদার বাহিনী রাতে আমাদের বাড়ির চারপাশ ঘিরে ফেলে। এ সময় আমার বাবা আমাকে পালিয়ে যেতে বলেন। আমি ঝোপের মধ্যে লুকিয়ে থেকে দেখি আমার বাবা আজহারের পা জড়িয়ে ধরেছে, কিন্তু আজহার তাকে লাথি মেরে সরিয়ে দেয়। পরে পাকবাহিনী তাকে গুলি করে মেরে ফেলে। এরপর আরও ১৫ জনকে ধরে এনে আমাদের উঠানে সবাইকে গুলি করে হত্যা করে।‘

তিনি বলেন, ‘এই ১৫ জনের মধ্যে কুদ্দুস মুন্সি, জহির উদ্দিন, চিনি মাই, আম্মাই, জংগলি, ভরসা, বিষ্ণু, তবির উদ্দিন, আবু, কালকি মাই, ইউসুফ আলীকে মৃত অবস্থায় পরে থাকতে দেখি। এদের মধ্যে ইউসুফ আলী বটগাছে পালিয়ে ছিল। পাকবাহিনী চলে যাওয়ার পর সে তার বাড়িতে রেডিও আর জাল নিতে আসে। তখন পাকবাহিনী আবার ফিরে এসে তাকে গুলি করে হত্যা করে। আমি গ্রামের লোকজন নিয়ে তাদের দাফন-কাফন না দিয়েই মাটি দিয়ে চাপা দিয়ে রাখি।’

‘আমি আমার বাবাসহ সকলের হত্যার বিচার চাই’ বলে দাবি করেন সাক্ষী।

(দ্য রিপোর্ট/এসএ/এমডি/সা/মার্চ ০৫, ২০১৪

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর