thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

'আন্দোলনের জন্য অভিন্ন দাবি ও লক্ষ্যের খসড়া চূড়ান্ত'

২০১৮ অক্টোবর ১২ ২১:৩১:২২
'আন্দোলনের জন্য অভিন্ন দাবি ও লক্ষ্যের খসড়া চূড়ান্ত'

দ্য রিপোর্ট প্রতিবেদক : আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকারবিরোধী বৃহত্তর জাতীয় ঐক্যের মাধ্যমে আন্দোলন গড়ে তোলার জন্য দাবি ও লক্ষ্যের খসড়া চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন ঐক্য প্রক্রিয়ায় সম্পৃক্ত নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

শুক্রবার জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রবের উত্তরার বাসভবনে জাতীয় ঐক্য প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত নেতাদের বৈঠকে অংশগ্রহণের পর সাংবাদিকদের তিনি একথা জানান।

মান্না বলেন, 'একটা আন্দোলন গড়ে তোলার জন্য অভিন্ন দাবি ও লক্ষ্যর খসড়া চূড়ান্ত করা হয়েছে। এই দাবি ও লক্ষ্য চূড়ান্ত করে শনিবার ঘোষণা করা হবে।'

শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হওয়া তিন ঘণ্টার বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, সহ সভাপতি তানিয়া রব, নাগরিক ঐক্যের প্রধান সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় নেতা ডা. জাহিদ, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিকল্প ধারা যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ প্রমুখ।

বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী বলেন, 'জামায়াত ইস্যুতে কী হয়েছে সেটা শনিবার জানতে পারবেন।'

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, 'বলার মতো নতুন কোনো তথ্য নেই। মাহমুদুর রহমান মান্না যা বলেছেন সেটাই আজকের বক্তব্য। বাকিটা জানার জন্য শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।'

(দ্য রিপোর্ট/একেএমএম/অক্টোবর ১২,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর