thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

২০১৮ অক্টোবর ২৬ ১৪:৪৩:৩০
টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক: টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ দল।

ঢাকায় ২৮ রানে জেতার পর দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের সহজ জয় পেয়েছিল তারা। শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিতলেই আরেকটি হোয়াইটওয়াশ করার কীর্তি গড়বে স্বাগতিকরা।

এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে তাই শেষ ম্যাচে নির্ভার তারা। এই সুযোগে দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বিশ্রাম দেওয়া হয়েছে। দলে রয়েছে আরও দুটি পরিবর্তন। আরিফুল হকের ওয়ানডে অভিষেক হচ্ছে। প্রথম দুই ম্যাচে রানের খাতা খুলতে না পারা ফজলে রাব্বি এবার আর জায়গা পাননি। বাদ পড়া অন্যজন হলেন মেহেদী হাসান মিরাজ। আরিফুলের সঙ্গে দলে ঢুকেছেন সৌম্য সরকার ও আবু হায়দার রনি।

২০০৫ সালে জিম্বাবুয়েকে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। সেবার ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতেছিল ৩-২ ব্যবধানে। এরপর থেকে জয়ের পাল্লাটা ভারি হয়েই চলেছে বাংলাদেশের। সব মিলিয়ে বাংলাদেশ সবচেয়ে বেশি ১০ বার সিরিজ জিতেছে তাদের বিপক্ষে। দেশের মাটিতেই ৮ বার, বাকি দুবার জিম্বাবুয়ের মাটিতে। সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৬ সালে ৩-০ ব্যবধানে সিরিজ জেতে মাশরাফিরা।

এর আগে ১১ বার প্রতিপক্ষকে হোয়াইওয়াশ করার সামর্থ্য দেখিয়েছে বাংলাদেশ। তাতে জিম্বাবুয়েই সবচেয়ে বেশি ধবলধোলাই হয়েছে। মাশরাফি অবশ্য হোয়াইটওয়াশ নিয়ে কিছু বললেন না। তবে জয়টা যে ভাবনায় আছে সেই কথাই মনিয়ে করিয়ে দিলেন সবাইকে, ‘ম্যাচ জিতলে এমনিতেই হোয়াইটওয়াশ হয়ে যাবে তারা। আমরা জয়ের অভ্যাসটা ধরে রাখতে চাই। নিজেদের সেরাটা দিয়ে ম্যাচটা জিততে চাই।’

বাংলাদেশ একাদশ: মাশরাফি মুর্তজা (অধিনায়ক), লিটন দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আরিফুল হক, নাজমুল ইসলাম, আবু হায়দার, মোহাম্মদ মিঠুন ও মোহাম্মদ সাইফউদ্দিন।

জিম্বাবুয়ে একাদশ: হ্যামিলটন মাসাকাদজা (অধিনায়ক), কেপাস ঝুয়াও, ব্রেন্ডন টেলর, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, এলটন চিগুম্বুরা, ওয়েলিংটন মাসাকাদজা, ডোনাল্ড তিরিপানো, কাইল জার্ভিস ও রিচার্ড এনগারাভা।

(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর