thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

 সেঞ্চুরি ইমরুলেরও, বাংলাদেশ ২৫০ /২

২০১৮ অক্টোবর ২৬ ২০:২৭:৫৮
 সেঞ্চুরি ইমরুলেরও, বাংলাদেশ ২৫০ /২

দ্য রিপোর্ট ডেস্ক : ঝোড়ো গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সৌম্য সরকারের সেঞ্চুরির পর এবার সেঞ্চুরি হাকিয়েছে ইমরুল কায়েস। ৯৯ বলে করেছেন ১০০ রান। এখনো ক্রিজে রয়েছেন। সাথে মুশফিক। এ মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ ৩৫.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২৫০ রান। সৌম্য সরকার ৯২ বল খেলে ১১৭ রান করে আউট হয়েছেন। বাংলাদেশের আর প্রয়োজন ৮৭ বলে ৩৭ রান।

জিম্বাবুয়ের দেওয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম ওভারের লিটনকে হারায় বাংলাদেশ। দলের স্কোরবোর্ডে তখন যোগ হয়নি কোন রান। এরপর শুরুর ধাক্কা সামাল দেন ওপেনার ইমরুল কায়েস ও তিনে নামা সৌম্য সরকার।

লিটনের আউটের পর দুই ব্যাটসম্যান ঝড়ো শুরু করেন। সাত ওভারের মধ্যেই পূরণ করে ফেলেন দলীয় ৫০ রান। এরপর ফিফটি পূর্ণ করেন ইমরুল কায়েস। দলের রান একশ' ছাড়ায় তাদের ব্যাটে। এরপর সৌম্য সরকার ছক্কা মেরে নিজের ফিফটি পূর্ণ করেন। ইমরুল ৬৭ রানে করে ব্যাট করছেন। আগের দুই ম্যাচে দারুণ খেলা ইমরুল কায়েস। এছাড়া তৃতীয় ওয়ানডের দলে ফেরা সৌম্য সরকার ৫৫ রানে ক্রিজে আছেন।

এরপর আগে টস হেরে শুরুতে ব্যাট করে ২৮৬ রান তোলে সফরকারী জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের হয়ে ১২৯ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন শেন উইলিয়ামস। এছাড়া ব্রেন্ডন টেইলর করেন ৭৫ রান। তাদের ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৮৬ রান তোলে জিম্বাবুয়ে। জিতলে হলে বাংলাদেশকে করতে হবে ২৮৭ রান।

(দ্য রিপোর্ট/একেএমএম/অক্টোবর ২৬,২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর