thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

নাভানা সিএনজির শেষ প্রান্তিকে লোকসান

২০১৮ অক্টোবর ২৯ ১৪:১০:৫৪
নাভানা সিএনজির শেষ প্রান্তিকে লোকসান

দ্য রিপোর্ট ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত নাভানা সিএনজির ২০১৭-১৮ অর্থবছরের শেষ প্রান্তিকের (এপ্রিল-জুন ১৮) ব্যবসায় লোকসান হয়েছে। এছাড়া কোম্পানিটির আগের বছরের তুলনায় মুনাফার পরিমাণ কমেছে ১৪ শতাংশ। একইসঙ্গে কমেছে লভ্যাংশের পরিমান।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ২০১৭-১৮ অর্থবছরের ৯ মাসে (জুলাই-মার্চ) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ৩.০১ টাকা। তবে বছর শেষে এই মুনাফার পরিমাণ কমে দাঁড়িয়েছে ২.৬২ টাকায়। এ হিসাবেকোম্পানিটির শেষ প্রান্তিকে লোকসান হয়েছে ০.৩৯ টাকা।

কোম্পানিটির ২০১৬-১৭ অর্থবছরে সমন্বিত ইপিএস হয়েছিল ৩.০৩ টাকা। যা কমে ২০১৭-১৮ অর্থবছরে হয়েছে ২.৬২ টাকা। এক্ষেত্রে ইপিএস কমেছে ০.৮৪ টাকা বা ১৪ শতাংশ।

এদিকে ২০১৬-১৭ অর্থবছরের ব্যবসায় কোম্পানিটির পর্ষদ ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। আর ২০১৭-১৮ অর্থবছরের ব্যবসায় ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানিটির ২০১৭-১৮ অর্থবছরে শেয়ারপ্রতি ২.৬২ টাকা হিসেবে মোট ১৭ কোটি ৯৫ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্য থেকে শেয়ারপ্রতি ১.২০ টাকা হিসাবে শেয়ারহোল্ডারদের মুনাফার ৪৬ শতাংশ বা ৮ কোটি ২২ লাখ টাকার নগদ লভ্যাংশ দেওয়া হবে। এক্ষেত্রে মুনাফার বাকি ৫৪ শতাংশ বা ৯ কোটি ৭৩ লাখ টাকা রিজার্ভে যোগ হবে।

৬৮ কোটি ৫৩ লাখ টাকা পরিশোধিত মূলধনের নাভানা সিএনজিতে ১৬১ কোটি ৫২ লাখ টাকার রিজার্ভ রয়েছে।

উল্লেখ্য রবিবার (২৮ অক্টোবর) লেনদেন শেষে নাভানা সিএনজির শেয়ার দর দাড়িঁয়েছে ৪৯.৭০ টাকায়।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর