thereport24.com
ঢাকা, সোমবার, ১৯ আগস্ট ২০১৯, ৪ ভাদ্র ১৪২৬,  ১৬ জিলহজ ১৪৪০

সংলাপে বসতে গণভবনে আ’লীগ নেতারা

২০১৮ নভেম্বর ০৭ ১০:৪০:৫৯
সংলাপে বসতে গণভবনে আ’লীগ নেতারা

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঐক্যফ্রন্টের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে অংশ নিতে গণভবনে প্রবেশ করতে শুরু করেছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

বুধবারের (৭ নভেম্বর) এ সংলাপে অংশ নিয়ে সমস্যা সমাধানের জন্য সংবিধানের ভেতরে থেকেই প্রস্তাব দেবে জাতীয় ঐক্যফ্রন্ট। তবে এজন্য আরও সংলাপের প্রয়োজন হতে পারে।

কাজেই তারা তফসিল পিছিয়ে দেয়ার পাশাপাশি আলোচনা অব্যাহত রাখার সুপারিশ করবেন।

আজকের সংলাপে ১৪ দলীয় জোটের প্রতিনিধিদলে যে ১১ জন থাকবেন, তারা হলেন- আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ সেলিম, মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, অ্যাডভোকেট আনিসুল হক, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, স ম রেজাউল করিম, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন। তাদের নেতৃত্বে থাকবেন শেখ হাসিনা।

বুধবার সকাল ১১টায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ঐক্যফ্রন্টের সংলাপ অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে বহুল প্রত্যাশিত সংলাপ। এতে দুই পক্ষের গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত থাকবেন। দেশের সবার দৃষ্টি আজকের এই সংলাপের ওপর।

সংবিধানের মধ্যেই সমাধানের অংশ হিসেবে ঐক্যফ্রন্টের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে সম্মত হয়েছেন। তবে বর্তমান সংসদ ভেঙে দিতে হবে। পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে।

নির্বাচনকালীন সরকারের মন্ত্রিসভায় টেকনোক্রেট কোটায় স্বরাষ্ট্র, জনপ্রশাসন, অর্থ এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করতে হবে। এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নির্বাচনে অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।

এ শর্তগুলো পূরণ হলে আগামী নির্বাচনে অংশ নেবে ঐক্যফ্রন্ট। তারা মনে করেন শর্তগুলো মানার জন্য সংবিধান সংশোধনের কোনো প্রয়োজন নেই। সংসদ ভেঙে দিয়ে পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বিধান বর্তমান সংবিধানেই আছে।

ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির নেতারা মঙ্গলবার রাতে ড. কামাল হোসেন মতিঝিলের চেম্বারে বৈঠক করেন। সেখানেই প্রস্তাবগুলো চূড়ান্ত করা হয়। আজ সকালে গণভবনে অনুষ্ঠেয় সংলাপে এগুলো উপস্থাপন করা হবে।

বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে। আজকের সংলাপে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অংশ নেবেন আওয়ামী লীগসহ ১৪ দলের নেতারা। অন্যদিকে জাতীয় ঐক্যফ্রন্টের ১১ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ড. কামাল হোসেন।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও মওদুদ আহমদ, জাসদের (জেএসডি) সভাপতি আ স ম রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও এসএম আকরাম এবং সুলতান মনসুর।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর