thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৪ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

‘আমরা কোনো রানা প্লাজা দেখতে চাই না’

২০১৪ মার্চ ০৬ ১৯:১৫:৫৬
‘আমরা কোনো রানা প্লাজা দেখতে চাই না’

বিশেষ প্রতিনিধি : গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ‘চট্টগ্রামে আমরা কোনো রানা প্লাজা দেখতে চাই না। রানা প্লাজার মত ভবন ধসের ঘটনা ঘটুক তা আমাদের কাম্য নয়। এ জন্য নির্মাণাধীন ভবনগুলোর ক্ষেত্রে অনুমোদিত নকশা অনুসরণের বিষয়টি নিশ্চিত করতে হবে।’

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে সিডিএ মিলনায়তনে মন্ত্রী এ সব কথা বলেন।

সিডিএর পরিদর্শকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘নির্মাণাধীন ভবনগুলোতে নিয়মিত পরিদর্শন করতে হবে। ভবনগুলো বিল্ডিং কোড যথাযথভাবে অনুসরণ করছে কী না তাও খেয়াল রাখতে হবে।’

সিডিএ চেয়ারম্যান আবদুস ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত সচিব গোলাম রব্বানী, চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ, সিডিএর বোর্ড সদস্য মাহতাব উদ্দিন চৌধুরী, মফিজুর রহমান, ইউনুস গণি চৌধুরী, সিডিএ সচিব তাহেরা ফেরদৌস বেগম, প্রধান প্রকৌশলী জসিম উদ্দিন চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী হাসান বিন শামস প্রমুখ।

(দ্য রিপোর্ট/কেএইচ/একে/এনআই/মার্চ ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর