thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

ইসরায়েলিদের গুলিতে হামাস কমান্ডারসহ নিহত ৭

২০১৮ নভেম্বর ১২ ১০:৪১:৫২
ইসরায়েলিদের গুলিতে হামাস কমান্ডারসহ নিহত ৭

দ্য রিপোর্ট ডেস্ক : ইসরায়েলি বাহিনীর গুলিতে হামাস কমান্ডারসহ সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি ভূখণ্ডে প্রবেশ করে ইসরায়েলি বাহিনী অভিযান চালায়।

রোববার (১১ নভেম্বর) বিকেলে হামাসের পক্ষ থেকে রকেট শেল ছোড়া হলে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকার খান ইউনিস এলাকায় একটি বেসামরিক গাড়িতে করে স্থলপথে ঢুকে পড়ে এবং পরে বিমান হামলাও করে।

বিবিসি ও আলজাজিরার খবরে বলা হয়েছে, এতে নিহতদের মধ্যে হামাসের সশস্ত্র শাখা আল-কাসসাম ব্রিগেডের পরিচিত কমান্ডার নুর বারাকেহ রয়েছেন।

গাজায় ঢোকার পর গুলিবিনিময়ে ইসরায়েলি বাহিনীর এক সদস্যও নিহত হয়েছেন বলে একটি বিবৃতিতে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

এদিকে, এ খবরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রথম বিশ্বযুদ্ধের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া ফ্রান্স সফর সংক্ষিপ্ত করে ইসরায়েলে ফিরে এসেছেন।

হামাসের মুখপাত্র ফাউজি বাহরাম একে ‌‘কাপুরুষোচিত ইসরায়েলি হামলা‌’ বলে মন্তব্য করেছেন।

২০০৮ সাল থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি বাহিনী ও হামাস তিন-তিনটি লড়াই করেছে। মাসখানেক ধরে চলা সাম্প্রতিক অস্থিতিশীলতায় চতুর্থ যুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ১২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর