thereport24.com
ঢাকা, শনিবার, ২৫ মে ২০১৯, ১১ জ্যৈষ্ঠ ১৪২৬,  ১৯ রমজান ১৪৪০

তিশার সঙ্গে জুটিতে সুমন

২০১৮ নভেম্বর ২৮ ১০:৪৮:৩০
তিশার সঙ্গে জুটিতে সুমন

দ্য রিপোর্ট ডেস্ক : চিত্রনায়ক এ বি এম সুমন এবার জুটি বেঁধে অভিনয় করছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সঙ্গে। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ওয়েব সিরিজ ‘কুয়াশা’য় দেখা যাবে তাদের কেমিস্ট্রি।

অপরাধ জগতের গল্প নিয়ে তৈরি হচ্ছে ওয়েব সিরিজটি। সম্প্রতি ঢাকায় এটির শুটিং শুরু হয়েছে।

এ প্রসঙ্গে এবিএম সুমন জানান, ওয়েব সিরিজে কাজ করতে আমি খুব পছন্দ করি। ‘কুয়াশা’র গল্পটা দারুণ। তাছাড়া চমৎকার একটি টিম পেয়েছি, তাই এতে কাজ করছি।

ওয়েব সিরিজটি নিয়ে রাজ বলেন, প্রতিটি অপরাধের পেছনে অর্থ, ক্ষমতা কিংবা নারীর যোগসাজশ থাকে। ‘কুয়াশা’র গল্প সেই সূত্র ধরেই ভাবা। এর কাহিনীতে অনেকগুলো বাঁক রয়েছে।

‘কুয়াশা’য় তিশার চরিত্রের নাম রানি। সুমন আছেন মুরাদের ভূমিকায়। গল্পে দু’জনই জড়িয়ে পড়েন অপরাধ জগতের সঙ্গে। খলনায়ক জামসেদ চরিত্রে থাকছেন শহীদুজ্জামান সেলিম। এর চিত্রনাট্য সাজিয়েছেন মারুফ রেহমান।

ইনোভেট সল্যুশনসের ব্যানারে ‘কুয়াশা’ নির্মিত হচ্ছে। চলতি বছরেই সিনেস্পট অরিজিনালে মুক্তি পাবে ওয়েব সিরিজটি।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর