thereport24.com
ঢাকা, শনিবার, ২৫ মে ২০১৯, ১১ জ্যৈষ্ঠ ১৪২৬,  ১৯ রমজান ১৪৪০

রাখি সায়ন্তকের বিয়ে বাতিল?

২০১৮ ডিসেম্বর ০২ ১৯:১৮:২৮
রাখি সায়ন্তকের বিয়ে বাতিল?

দ্য রিপোর্ট প্রতিবেদক: বলিউডের তুমুল বিতর্কিত অভিনেত্রী রাখি সায়ন্তক বিয়ে করতে যাচ্ছেন বলে খবর শোনা যায়। আরেক বিতর্কিত ব্যক্তি দীপক কালালকে বিয়ের কথা ছিল তার।

এবার গুঞ্জন শুরু হয়েছে রাখি-দীপকের বিয়ে ভেঙে যাচ্ছে। রাখির হবু স্বামী ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন, তিনি রাখিকেই ট্যাগ করেছেন। লিখেছেন তাদের বিয়ে ভেঙে গেছে।

বিয়ে ভাঙার বিষয় নিয়ে দীপক মজা করছেন, না সত্যিই বলছেন। তা এখন জানা যায়নি। ওই ভিডিওতে একটি মেয়েকে জানু হিসাবে উল্লেখ করেছেন তিনি। বলেছেন, সারা ভারতজুড়ে মেয়ে দেখা চলছে।

একজন মহিলাকে ভিডিওতে মা হিসেবে উল্লেখ করে তার দোয়া নিতেও দেখা গেছে দীপককে। পাশে থাকা তরুণীও দোয়া নিয়েছেন।

রাখি নিজেই জানিয়েছিলেন ৩১ ডিসেম্বর দীপকের সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তিনি। বিয়ের অনুষ্ঠান হবে আমেরিকার লস অ্যাঞ্জেলসে। ভারতেও একটি অনুষ্ঠান করবেন বলে শোনা গিয়েছিল। লস অ্যাঞ্জেলসের অনুষ্ঠানে শাহরুখ খান, করন জোহর উপস্থিত থাকবেন বলে জানা যায়।

তবে রাখির হবু স্বামী দীপকের ভিডিও পোস্ট নিয়ে নতুন আলোচনা তৈরি হয়েছে। তাদের বিয়ে আদৌ হয় কিনা তা জানার জন্য আপাতত অপেক্ষার কোনও বিকল্প নেই।

(দ্য রিপোর্ট/এমএসআর/ডিসেম্বর ০২, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর