thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

বিক্রেতা নেই ৩ কোম্পানির শেয়ারে

২০১৮ ডিসেম্বর ১৯ ১২:৪৭:২৫
বিক্রেতা নেই ৩ কোম্পানির শেয়ারে

দ্য রিপোর্ট ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ারে বিক্রেতা শূণ্য হয়ে পড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ৩টি হলো : জুট স্পিনার্স, রূপালী ইন্স্যুরেন্স এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।

কোম্পানিগুলোর মধ্যে জুট স্পিনার্সের শেয়ারে মঙ্গলবার ক্লোজিং দর ছিল ১২১.৫০ টাকায়। আজ ১২৭ টাকায় কোম্পানির শেয়ার লেনদেন শুরু হয়। কিছুক্ষণ পর কোম্পানিটির শেয়ার দর ১৩৩.৬০ টাকায় লেনদেন হয়। যা কোম্পানির আজকের শেষ লেনদেন দর। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর সর্বোচ্চ ৯.৯৬ শতাংশ বেড়েছে। এ সময় পর্যন্ত কোম্পানিটির মোট ৬ হাজার ৮১৮টি শেয়ার ৭০ বার হাত বদল হয়েছে। টাকার পরিমাণে মোট ৯ লাখ ৬ হাজার টাকার লেনদেন হয়েছে।

রূপালী ইন্স্যুরেন্সের শেয়ারে মঙ্গলবার ক্লোজিং দর ছিল ১৮.১০ টাকায়। আজ ১৮.৮০ টাকায় কোম্পানির শেয়ার লেনদেন শুরু হয়। কিছুক্ষণ পর কোম্পানিটির শেয়ার দর ১৯.৯০ টাকায় লেনদেন হয়। যা কোম্পানির আজকের শেষ লেনদেন দর। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর সর্বোচ্চ ৯.৯৫ শতাংশ বেড়েছে। এ সময় পর্যন্ত কোম্পানিটির মোট ৭ লাখ ১০ হাজার ৮৪১টি শেয়ার ৩৩৫ বার হাত বদল হয়েছে। টাকার পরিমাণে মোট ১ কোটি ৩৭ লাখ ৯৮ হাজার টাকার লেনদেন হয়েছে।

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারে মঙ্গলবার ক্লোজিং দর ছিল ৫৩.৭০ টাকায়। আজ ৫৫.৭০ টাকায় কোম্পানির শেয়ার লেনদেন শুরু হয়। কিছুক্ষণ পর কোম্পানিটির শেয়ার দর ৫৯ টাকায় লেনদেন হয়। যা কোম্পানির আজকের শেষ লেনদেন দর। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর সর্বোচ্চ ৯.৮৭ শতাংশ বেড়েছে। এ সময় পর্যন্ত কোম্পানিটির মোট ৭ লাখ ১৯ হাজার ৫৭০টি শেয়ার ৬৮৬ বার হাত বদল হয়েছে। টাকার পরিমাণে মোট ৪ কোটি ২০ লাখ ৯১ হাজার টাকার লেনদেন হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর