thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

জাতীয় নির্বাচন উৎসবমুখর হবে: সিইসি

২০১৮ ডিসেম্বর ২২ ১৭:৫৮:১০
জাতীয় নির্বাচন উৎসবমুখর হবে: সিইসি

ময়মনসিংহ প্রতিনিধি: সারা দেশে নির্বাচনের সুবাতাস ও অনুকূল আবহ সৃষ্টি হয়েছে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। ৩০ ডিসেম্বর উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, নির্বাচনে সহিংসতা কিংবা প্রশ্নবিদ্ধ হওয়ার কোনো সুযোগ নেই। সম্পূর্ণ নিরেপক্ষভাবে পেশাদারিত্ব নিয়ে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্ব পালন করতে হবে। সংখ্যালঘুদের প্রতি বিশেষ নজর দিতে হবে।

শনিবার ময়মনসিংহের টাউন হল তারেক স্মৃতি মিলনায়তনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন সিইসি নূরুল হুদা।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ, সেনাবাহিনীর ঘাটাইল এরিয়া কমান্ডার ও জেনারেল অফিসার কমান্ডিং ১৯ পদাদিক ডিভিশনের মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি ও জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. সুভাষ চন্দ্র বিশ্বাস প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএসআর/ডিসেম্বর ২২, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর