thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৪ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

আ. লীগ জয়ী ১৬ আসনে

২০১৮ ডিসেম্বর ৩০ ২০:৪৫:২৮
আ. লীগ জয়ী ১৬ আসনে

দ্য রিপোর্ট প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল গণনা শুরু হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে এই গণনা শুরু হয়েছে। রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এই পর্যন্ত ১৬ টি আসনের ফল পাওয়া গেছে। প্রাপ্ত ফল অনুযায়ী ক্ষমতাসীন আওয়ামী লীগ ১৬ আসনে বিজয়ী হয়েছে।

আসনগুলো হলো, গোপালগঞ্জ-৩ আসনে নৌকা প্রতীকে ২ লাখ ২৯ হাজার ৫৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ হাসিনা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে এসএম জিলানী পেয়েছেন ৪৯ হাজার ৯৭১ ভোট।

লক্ষ্মীপুর-১ আসনে নৌকা প্রতীকে ১৮৫৪৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯৯২ ভোট।

কুমিল্লা-৬ আসনে নৌকা প্রতীকে ২৯৬৩০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহম বাহাউদ্দীন বাহার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী হাজী আমিনুর রশীদ ইয়াছি পেয়েছেন ১৮,৫৩৫ ভোট।

কুমিল্লা-২ আসনে নৌকা প্রতীকে ২৭৯৩০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মজিবুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাদের পেয়েছেন ১১৩৩ ভোট।

নড়াইল-২ আসনে নৌকা প্রতীকে ২,৭১,২১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফি বিন মর্তুজা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ পেয়েছেন ৭,৮৮৩ ভোট।

বাগেরহাট-৩ আসনে নৌকা প্রতীকে ১,৭৫,১৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন ১৩, ২৯৫ ভোট।

রংপুর-৫ আসনে নৌকা প্রতীকে ৫০, ৭৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আশিকুর রহমান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে সোলাইমান আলম পেয়েছেন ৭,৬৯৪ ভোট।

পাবনা-১ আসনে নৌকা প্রতীকে ২,৮৫, ৮২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামসুল হক টুকু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে আবু সাইয়িদ পেয়েছেন ২৪,৩৬৪ ভোট।

পাবনা-২ আসনে নৌকা প্রতীকে ২৪, ২,৩৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহমেদ ফিরোজ কবীর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে একেএম সেলিম রেজা হাবীব পেয়েছেন ৫,৩৬৯ ভোট।

পাবনা-৩ আসনে নৌকা প্রতীকে ৩০, ১, ১৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মকবুল হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে আনোয়ারুল ইসলাম পেয়েছেন ৫,৬৮২০ ভোট।

পাবনা-৪ আসনে নৌকা প্রতীকে ২, ৪৯,৫৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামসুর রহমান শরীফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে হাবীবুর রহমান হাবীব পেয়েছেন ৪৯, ৫৬৮ ভোট।

কুমিল্লা-৯ আসনে নৌকা প্রতীকে ২, ৭০, ৬০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাজুল ইসলাম । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে আনোয়ারুল ইসলাম পেয়েছেন ১১, ৩০৯ ভোট।

নওগাঁ-৪ আসনে নৌকা প্রতীকে ১ লাখ ৬৬ হাজার ৪৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইমাজ উদ্দিন প্রামাণিক । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে শামসুল আলম প্রামানিক পেয়েছেন ৪৯ হাজার ৯৭১ ভোট।

নওগাঁ-৬ আসনে নৌকা প্রতীকে ১ লাখ ৯০ হাজার ৪২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইসরাফিল আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে আলমগীর কবির পেয়েছেন ৪৬ হাজার ১৫৪ ভোট।

দিনাজপুর-৬ আসনে নৌকা প্রতীকে ২ লাখ ৮১ হাজার ৮৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শিবলী সাদিক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে আনোয়ারুল ইসলাম পেয়েছেন ৬৯ হাজার ৭৬৯ ভোট।

লক্ষ্মীপুর-১ নৌকা প্রতীকে ১ লাখ ৮৫ হাজার ৪৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯ হাজার ৯৯২ ভোট।

(দ্য রিপোর্ট/এমএসআর/ডিসেম্বর ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর