thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

বছরের সেরা ৫০ কোম্পানি

২০১৯ জানুয়ারি ০৫ ১৬:৪০:৫৬
বছরের সেরা ৫০ কোম্পানি

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০১৮ সালে বিদায়ী বছরে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে সেরা ৫০ কোম্পানির শীর্ষে উঠে এসেছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার সবচেয় বেশি লেনদেন হয়েছে। ডিএসইর মোট লেনদেনে কোম্পানিটির দখলে ছিল ৩ দশমিক শূন্য ৩ শতাংশ। এসময় কোম্পানির ৪৩ কোটি ৫২ লাখ ২৩ হাজার ১১৩ টি শেয়ার ৪ হাজার ৪০ কোটি ৮৭ লাখ ৬০ হাজার টাকায় লেনদেন হয়েছে।

তথ্যমতে, ২০১৮ সালে লেনদেনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। ডিএসইর মোট লেনদেনে কোম্পানির দখলে ছিল ২ দশমিক ৯২ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানির ১৪ কোটি ৩৮ লাখ ৯৬ হাজার ১৬১টি শেয়ার ৩ হাজার ৮৯৫ কোটি ২৮ লাখ ৪০ হাজার টাকায় লেনদেন হয়েছে। স্কয়ার ফার্মাসিউটিক্যালস এ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে। কোম্পানিটির ১১ কোটি ২৩ লাখ ৭০ হাজার ৯৮৯টি শেয়ার ৩ হাজার ২৮৭ কোটি ৬১ লাখ ৩৬ হাজার টাকায় লেনদেন হয়েছে।

এদিকে, সেরা কোম্পানির তালিকায় চতুর্থ অবস্থানে গ্রামীণফোন,পঞ্চম অবস্থানে বিবিএস ক্যাবলস,ষষ্ঠ অবস্থানে ইফাদ অটোস,সপ্তম অবস্থানে বেক্সিমকো লিমিটেড, অষ্টম অবস্থানে ব্রাক ব্যাংক, নবম অবস্থানে মুন্নু সিরামিক, দশম অবস্থানে রয়েছে ড্রাগন সোয়েটার।

সেরা ৫০ কোম্পানির তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠান হলো- প্যারামাউন্ট টেক্সটাইল, একটিভ ফাইন কেমিক্যালস, সামিট পাওয়ার, আলিফ ইন্ডাস্ট্রিজ, লংকাবাংলা ফাইন্যান্স, ফার্মা এইডস, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, নাহি অ্যালুমিনিয়াম, লিগ্যাসি ফুটওয়্যার, ফরচুন সুজ, শাশা ডেনিমস, কনফিডেন্স সিমেন্ট, সিটি ব্যাংক, বসুন্ধরা পেপার, ইনটেক, সিঙ্গার বাংলাদেশ, দ্যা পেনিনসুলা চিটাগাং, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, সায়হাম টেক্সটাইল, বিএসআরএম, ইউনিক হোটেল, আমান ফিড, কুইন সাউথ টেক্সটাইল, এসকে ট্রিমস, মার্কেন্টাইল ব্যাংক, আরএসআরএম , ইন্ট্রাকো রিফুয়েলিং, অ্যাডভেন্ট ফার্মা, বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ন্যাশনাল টিউবস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, উসমানিয়া গ্লাস শিট, কেয়া কসমেটিকস, ফু-ওয়াং ফুডস, মিরাকল ইন্ডাস্ট্রিজ, নূরানী ডাইং, রেনেটা, আলিফ ম্যানুফেকচারিং, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস।

(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ০৫, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর