thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

কেনিয়ায় হোটেলে জঙ্গি হামলায় নিহত ১১

২০১৯ জানুয়ারি ১৬ ১০:৪৯:২৮
কেনিয়ায় হোটেলে জঙ্গি হামলায় নিহত ১১

দ্য রিপোর্ট ডেস্ক : কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি বিলাসবহুল হোটেল ও অফিস কমপ্লেক্সে জঙ্গি হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

নিহতদের মধ্যে মার্কিন নাগরিকও রয়েছে বলে জানা গেছে। মঙ্গলবারে স্থানীয় সময় রাত ৩টার দিকে এ জঙ্গি হামলা শুরু হয়। সোমালিয়ার জঙ্গি সংগঠন আল শাবাব এ হামলার দায় স্বীকার করেছে। খবর সিএনএনের।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘ফোরটিন রিভারসাইড ড্রাইভ কমপ্লেক্সে’ বিশালাকৃতির ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। তারা গোলাগুলি ও বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন।

ওই হোটেলের কর্মী ও প্রত্যক্ষদর্শীরা বলেন, হোটেলের ভেতরে কমপক্ষে ৫ জন এবং ফুটপাতে আরো ৬ জনের লাশ পরে থাকতে দেখা গেছে।

হামলার মধ্যে একটি ভবন থেকে পুলিশ দৌড়ে বেরিয়ে আসে। ওই সময় এক কর্মকর্তাকে ‘শৌচাগারের ভেতর একটি গ্রেনেড আছে’ বলে চিৎকার করতে শোনা যায়।

কয়েকজন কর্মী হোটেলের জানালা বেয়ে বেরিয়ে আসে। তারা বলেছে, তাদের অনেক সহকর্মী ভেতরে আটকা পড়ে আছে।

বন্দুকধারীরা হোটেলের কার পার্কিং এলাকার যানবাহনে বোমা ছুড়ে ও আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায় বলে সাংবাদিকদের জানান কেনিয়ার পুলিশ প্রধান জোসেফ বোইনেট।

দমকল বাহিনীর কর্মীরা ওই হোটেল প্রাঙ্গণে জ্বলতে থাকা তিনটির গাড়ির আগুন নিভিয়েছেন।

সেনাবাহিনীর সশস্ত্র দল এবং অন্য বাহিনীর সশস্ত্র সদস্যরা হোটেল প্রাঙ্গণে প্রবেশ করেছে এবং প্রাণ ভয়ে ছুটতে থাকা লোকজনকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাচ্ছেন।

(দ্য রিপেোর্ট/এনটি/জানুয়ারি ১৬, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর