thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৪ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

আলোচনার পর উত্তর সিটি উপ-নির্বাচনের সিদ্ধান্ত: ফখরুল

২০১৯ জানুয়ারি ২৪ ১১:২৬:২৬
আলোচনার পর উত্তর সিটি উপ-নির্বাচনের সিদ্ধান্ত: ফখরুল

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে বিএনপি প্রার্থী দেবে কী না, এ নিয়ে আলোচনা করার পর সিদ্ধান্ত জানানো হবে।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকালে বনানী গোরস্থানে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। দিনটিকে কেন্দ্র করে বিএনপি দোয়া মাহফিল আয়োজন করেছে।

মির্জা ফখরুল বলেন, ‘সন্ধ্যায় স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক আছে, বৈঠকে আলোচনার পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এ সময় আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণ করেন মির্জা ফখরুল। বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ, উপদেষ্টা ডা. আবদুল কুদ্দুস, তাবিথ আউয়াল, চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খানসহ ছাত্রদল ও যুবদলের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। মির্জা ফখরুল সম্প্রতি এক অনুষ্ঠানে জানিয়েছেন, জাতীয় ঐক্যফ্রন্ট এ সরকারের অধীনে কোনও নির্বাচনেই অংশগ্রহণ করবে না।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ২৪, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর