thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত-পাকিস্তান

২০১৯ জানুয়ারি ৩১ ২০:৫৩:৩৭
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত-পাকিস্তান

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেখতে দেখতে চলে এলো আরেকটি ক্রিকেট বিশ্বকাপের আসর। ইংল্যান্ডে আগামী ৩০ মে ৫০ ওভারের মূল প্রতিযোগিতা শুরু হওয়ার আগে উত্তেজনার আঁচ গায়ে লাগাতে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে দলগুলো। বাংলাদেশ মূল পর্ব শুরু হওয়ার আগে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তানের।

২৬ মে পাকিস্তানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচটি হবে ২৮ মে ভারতের বিপক্ষে। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে কার্ডিফ ওয়েলস স্টেডিয়ামে।

২৪ মে শুরু হতে যাওয়া প্রস্তুতি ম্যাচগুলো চলবে ২৮ মে পর্যন্ত। প্রতিটি দল পাচ্ছে দুটি করে ম্যাচ। ৫০ ওভারের এই ম্যাচগুলো অবশ্য কোনও ওয়ানডে মর্যাদা পাবে না। মূল পর্ব শুরু হবে ৩০ মে, চলবে ১৪ জুলাই পর্যন্ত।

মূল পর্বে ১০টি দলই একে অপরের বিপক্ষে খেলার সুযোগ পাবে সিঙ্গেল লিগ ফরম্যাটে অনুসারে। সেখান থেকে সেরা চারটি দল সেমিফাইনালে যাওয়ার টিকিট পাবে।

প্রস্তুতি ম্যাচের সূচি

তারিখ প্রতিপক্ষ ভেন্যু

২৪ মে পাকিস্তান ও আফগানিস্তান ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ড

২৪ মে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা কার্ডিফ ওয়েলস স্টেডিয়াম

২৫ মে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া হ্যাম্পশায়ার বোল

২৫ মে ভারত ও নিউজিল্যান্ড দ্য ওভাল

২৬ মে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ড

২৬ মে বাংলাদেশ ও পাকিস্তান কার্ডিফ ওয়েলস স্টেডিয়াম

২৭ মে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা হ্যাম্পশায়ার বোল

২৭ মে ইংল্যান্ড ও আফগানিস্তান দ্য ওভাল

২৮ মে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ড

২৮ মে বাংলাদেশ ও ভারত কার্ডিফ ওয়েলস স্টেডিয়াম

(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ৩১, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর