thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

সীতাকুণ্ডে জাহাজ কাটতে গিয়ে দগ্ধ ৬

২০১৯ মার্চ ১৬ ১১:১৫:২৮
সীতাকুণ্ডে জাহাজ কাটতে গিয়ে দগ্ধ ৬

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় শীতলপুর স্টীল মিলে স্ক্র্যাপ জাহাজ কাটার সময় লোহার গলিত শিষায় দগ্ধ হয়ে ৬ শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৬ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধরা হলেন- শাহ আলম (৫৫), রিয়াদ হোসেন (২৫), শাকিব হোসেন (৩২), মাইনুদ্দিন (২৫), আমজাদ হোসেন (৪০) এবং মো. মিশু (৩৫)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার গণমাধ্যমকে জানান, স্ক্র্যাপ জাহাজ কাটার জন্য লোহা গলানোর সময় অগ্নিদগ্ধ হন ওই ৬ শ্রমিক। তাদের গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

তিনি বলেন, অগ্নিদগ্ধ ৪ জনের অবস্থা আশংকাজনক। তাদের ঢাকায় পাঠানো হচ্ছে। বাকি ২ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ১৬, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর