thereport24.com
ঢাকা, শুক্রবার, ৯ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০,  ২০ জিলকদ  ১৪৪৪

চট্টগ্রামে সুপার শপে আগুন

২০১৯ এপ্রিল ০৬ ১১:১৪:৩৩
চট্টগ্রামে সুপার শপে আগুন

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে একটি শপিং শপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকালে নগরীর কাজির দেউড়ী এলাকার শপিং ব্যাগ নামে একটি সুপার শপে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে সুপার শপের ভেতর আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয় লোকজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু তীব্র ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় ফায়ার সার্ভিসের আরও দুইটি ইউনিট ঘটনাস্থলে আসে। পরে চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুসুদ্দী গণমাধ্যমকে বলেন, দ্বিতীয় তলার সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা সম্ভব হয়নি।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ০৬, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর