thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯, ৮ শ্রাবণ ১৪২৬,  ১৯ জিলকদ  ১৪৪০

শ্রাবন্তীর তৃতীয় বিয়ের গুঞ্জন!

২০১৯ এপ্রিল ১১ ১৩:৪১:০৯
শ্রাবন্তীর তৃতীয় বিয়ের গুঞ্জন!

দ্য রিপোর্ট ডেস্ক : বছরের শুরুতেই দ্বিতীয় স্বামীর সাথে মিউচুয়াল ডিভোর্স হয়েছে কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টপাধ্যায়ের। গুঞ্জন উঠেছে তৃতীয় বিয়ের জন্য প্রস্তুত হচ্ছেন নায়িকা!

শ্রাবন্তী বর্তমানে বিমান সংস্থার এক কেবিন ক্রু’র সাথে প্রেম করছেন। জন্মসূত্রে রোশন সিং ওরফে মন্টি একজন পাঞ্জাবি। বর্তমানে পার্ক সার্কাস এলাকাতেই থাকেন রোশন। জানা গেছে, মন্টি ওরফে রোশন শ্রাবন্তীর জামাইবাবুর পরিচিত। সেখান থেকেই তার সঙ্গে শ্রাবন্তীর আলাপ। তাদের পরিচয় নাকি খুব বেশি দিনেরও নয়, মাত্র মাস চারেকের।

তবে এই অল্প সময়ের মধ্যেই দুজনের প্রেমপর্ব বেশ গাঢ় হতে শুরু করেছে। সম্প্রতি সোস্যাল মিডিয়াতে ভিডিও সহযোগে শ্রাবন্তী জানিয়েছেন, বন্ধুত্ব ধীরে ধীরে বদলে যাচ্ছে প্রেমে। তবে তাতে এক্কেবারেই নাকি আপত্তি নেই অভিনেত্রী শ্রাবন্তীর। বিশেষ ভিডিওতে নিজেই প্রকাশ করেছেন তার মনের এই ভাব। জানিয়ে দিয়েছেন প্রেমে আপত্তি নেই।

উল্লেখ্য, গত ১৫ই জানুয়ারি শ্রাবন্তী তার দ্বিতীয় স্বামীর কাছ থেকে মিউচুয়াল ডিভোর্স চেয়ে আলিপুর জাজেস কোর্টে আবেদন করতে গিয়েছিলেন। গত বছর ১০ই জুলাই শ্রাবন্তী ও কৃষ্ণ ভিরাজ মহাসমারোহে বিয়ে করেছিলেন।

এর আগে খুবই অল্প বয়সে ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে বিবাহ হয়েছিল শ্রাবন্তীর। দীর্ঘ ১৩ বছর পর ২০১৬ সালে তাদের বিবাহ-বিচ্ছেদ হয়ে যায়। তার ও রাজীবের একটি ছেলেও রয়েছে, তাদের ছেলে ঝিনুক মায়ের কাছেই থাকে।

(দ্য রিপোর্ট/এনটি/ এপ্রিল ১১, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর