thereport24.com
ঢাকা, সোমবার, ৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১,  ২৬ জিলকদ  ১৪৪৫

মেক্সিকোতে বারে বন্দুকধারীর হামলা, নিহত ১৩

২০১৯ এপ্রিল ২০ ১৩:২৮:৪৯
মেক্সিকোতে বারে বন্দুকধারীর হামলা, নিহত ১৩

দ্য রিপোর্ট ডেস্ক : মেক্সিকোর উপসাগরীয় রাজ্য ভেরাক্রুজের মিনাটিটলান শহরের একটি বারে বন্দুকধারীর হামলায় ১৩ জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষের বরাতে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।

সংবাদ মাধ্যম জানিয়েছে, দুর্বৃত্তরা স্থানীয় সময় শুক্রবার (১৯ এপ্রিল) রাতে মিনাটিটলান শহরের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি বারে এক লোককে খুঁজতে এসে এ হামলা চালায়।

রাজ্য সরকারের এক মুখপাত্র জানান, হামলার ঘটনায় সাতজন পুরুষ, পাঁচজন নারী ও একশিশু নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন।

তবে হামলার কারণ এখনও জানা যায়নি।

জানা যায়, বারটিতে একটি পারিবারিক অনুষ্ঠান চলাকালে এ হামলা চালানো হয়েছে।

এক টুইটার বার্তায় রাজ্যের পাবলিক নিরাপত্তা বিভাগের প্রধান হুগো গুতিরেজ বলেন, হামলাকারীদের আটক করতে অভিযান চালানো হয়েছে।

আগামী ২১ এপ্রিল (রোববার) ঘটনাস্থল পরিদর্শনে যাবেন দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস স্যানুয়েল লোপেজ ওব্রাদোর।

২০০৬ সাল থেকে এখন পর্যন্ত দেশটিতে মাদক ব্যবসায়ী ও নিরাপত্তাকর্মীদের মধ্যকার সংঘর্ষে অন্তত দুই লাখ মানুষ নিহত হয়েছেন। কয়েক বছর ধরেই দেশটির তেল সমৃদ্ধ রাজ্য ভেরাক্রুজে বিভিন্ন দলের এবং রাজনৈতিক সহিংসতাসহ দুর্নীতি ক্যালেঙ্কারি বেড়েই চলেছে।

এগুলো নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়েই ২০১৮ সালের ডিসেম্বরে ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট আন্দ্রেস স্যানুয়েল লোপেজ ওব্রাদোর।

(দ্য রিপোর্ট/এনটি/ এপ্রিল ২০, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর