thereport24.com
ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল 24, ১৫ বৈশাখ ১৪৩১,  ১৯ শাওয়াল 1445

নুসরাতের ময়নাতদন্তের প্রতিবেদন আজ

২০১৯ এপ্রিল ২৫ ০৮:৩৪:১১
নুসরাতের ময়নাতদন্তের প্রতিবেদন আজ

দ্য রিপোর্ট প্রতিবেদক : নুসরাত জাহান রাফির লাশের ময়নাতদন্ত প্রতিবেদন বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দেয়া হতে পারে বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ। গত ১০ এপ্রিল এ হাসপাতালের বার্ন ইউনিটে রাফির মৃত্যুর পর ময়নাতদন্তের সময় বেশ কিছু আলামত রাখা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাফির শরীরে অগ্নিদগ্ধ হওয়া ছাড়া অন্য কোনো আলামত পাওয়া যায়নি। দাহ্য পদার্থের (কেরোসিন) মাধ্যমে দেয়া আগুনে শরীর দগ্ধ হয়েই রাফির মৃত্যু হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদনে এমনটি উল্লেখ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রসঙ্গত, গত ২৭ মার্চ নুসরাত জাহান রাফিকে যৌন পীড়িন করেন মাদরাসার অধ্যক্ষ এস এম সিরাজ উদ দৌলা। রাফির মায়ের করা মামলায় অধ্যক্ষ এস এম সিরাজ উদ দৌলাকে গ্রেপ্তার করে পুলিশ। ৬ এপ্রিল রাফি আলিম পরীক্ষা দিতে গেলে চারতলা ভবনে নিয়ে তার শরীরে আগুন ধরিয়ে দেয় এস এম সিরাজ উদ দৌলার অনুসারীরা। ১০ এপ্রিল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাফি। এ ঘটনায় রাফির ভাইয়ের করা মামলায় এখন পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও পিবিআই।

হত্যাকোণ্ডে মিশনে অংশগ্রহণকারী শাহাদাত হোসেন শামীম, জাবেদ হোসেন, জোবায়ের আহমেদ, উম্মে সুলতানা পপি, কামরুন নাহার মনিসহ আটজন দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গ্রেপ্তার করা হয়েছে হুকুমদাতা অধ্যক্ষ এস এম সিরাজ উদ দৌলা, আশ্রয়দাতা উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, অর্থদাতা পৌর কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আলম এবং মাদরাসার শিক্ষক আবছার উদ্দিনকে।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ২৫, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর