thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

শ্রীলঙ্কায় হামলাকারীদের ছবি প্রকাশ

২০১৯ এপ্রিল ২৫ ২২:৩৭:০০
শ্রীলঙ্কায় হামলাকারীদের ছবি প্রকাশ

দ্য রিপোর্ট ডেস্ক : শ্রীলঙ্কায় চার্চ ও আবাসিক হোটেলে স্মরণকালের ভয়াবহ বোমা হামলায় জড়িতদের ছবি প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার হামলাকারীদের ছবি প্রকাশ করে পুলিশ জানায়, সন্দেহভাজনদের খুঁজতে সাধারণ মানুষের সহযোগিতা নেয়া হয়েছে। যাদের খোঁজ পাওয়া গেছে, ধারণা করা করা হচ্ছে তারা এই ভয়াবহ হামলায় জড়িত ছিল।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ইস্টার সানডের অনুষ্ঠানে ও হোটেলে ভয়াবহ এই হামলায় ৩৬০ জনের মতো মানুষ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ।

এই হামলার ঘটনায় এ পর্যন্ত ৭৬ জনকে আটক করা হয়েছে। সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান জোরালো করেছে পুলিশ।

ইতোমধ্যে জঙ্গিগোষ্ঠী আইএস এই হামলার দায় স্বীকার করেছে। হামলায় নিজেদের সম্পৃক্ততা প্রমাণে ভিডিও প্রকাশ করেছে তারা। তবে শ্রীলঙ্কার সরকার হামলার পেছনে স্থানীয় ইসলামি উগ্রপন্থী ন্যাশনাল তাওহীদ জামাতকে (এনটিজে) দায়ী করছে।

শ্রীলঙ্কার উপ প্রতিরক্ষা মন্ত্রী রুয়ান জয়বর্ধনে ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, হামলাকারীদের বেশিরভাগ আর্থিকভাবে স্বচ্ছল পরিবারের সদস্য। তারা উচ্চশিক্ষিত এবং কেউ কেউ আইন বিষয়ে উচ্চশিক্ষিত।

তিনি বলেন, হামলাকারী অস্ট্রেলিয়ায় পোস্ট গ্রাজুয়েশন করেছে। তার আগে সে লন্ডনে পড়াশোনা করেছে। এরপর সে শ্রীলঙ্কায় স্থায়ী হয়েছে। হামলাকারীদের বেশিরভাগের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।


(দ্য রিপোর্ট/একেএমএম/এপ্রিল ২৫,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর