thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৪ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

কক্সবাজারে নৌকায় ২ লাখ ইয়াবা ফেলে পালাল পাচারকারীরা

২০১৯ মে ০৩ ১১:৫০:০২
কক্সবাজারে নৌকায় ২ লাখ ইয়াবা ফেলে পালাল পাচারকারীরা

কক্সবাজার প্রতিনিধি: জেলার টেকনাফের ঝিমংখালী বর্ডার এলাকার নাফনদীর কিনারায় অভিযান চালিয়ে মালিকবিহীন ২ লাখ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শুক্রবার ভোরে টেকনাফ ২ ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল ফয়সাল হাসান খানের নেতৃত্বে এসব ইয়াবা জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন ব্যাটলিয়নের উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জমাদ্দার। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা নৌকায় এসব ইয়াবা ফেলে মিয়ানমারে পালিয়েছে বলে দাবি করেছেন তিনি।

মেজর শরীফুল ইসলাম জমাদ্দার জানান, হোয়াইক্যং ঝিমংখালী সীমান্ত দিয়ে ইয়াবার একটি চালান বাংলাদেশে ঢুকতে পারে এমন তথ্য পায় বিজিবি। ২ বিজিবি ব্যাটালিয়নের ইনচার্জ লে. কর্নেল ফয়সাল হাসান খানের নেতৃত্বে ঝিমংখালী বিওপির টহলদল ঝিমংখালী খাল এলাকায় অবস্থান নেয়। ভোরে একটি নৌকা খালে প্রবেশ করছে দেখে বিজিবি তাকে চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকার আরোহীরা খালে ঝাঁপ দিয়ে ওপার চলে যায়। পরে বিজিবি নৌকাটি তল্লাশি করে কয়েকটি পলিব্যাগে ২ লাখ পিস ইয়াবা পায়।

তিনি আরো জানান, উদ্ধার ইয়াবাগুলো সদর দফতরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে তা ধ্বংস করা হবে।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ০৩, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর