thereport24.com
ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯, ৬ আশ্বিন ১৪২৬,  ২০ মহররম 1441

হেয়ার স্টাইলিস্টের বিয়ের দাওয়াতে গিয়ে চমকে দিলেন শাহরুখ

২০১৯ জুন ০৪ ১১:০০:৩৬
হেয়ার স্টাইলিস্টের বিয়ের দাওয়াতে গিয়ে চমকে দিলেন শাহরুখ

দ্য রিপোর্ট ডেস্ক : আচমকা এক বিয়েতে উপস্থিত হয়ে সবাইকে চমকে দিয়েছেন বলিউড স্টার শাহরুখ খান।

এ অভিনেতা নিজের হেয়ার স্টাইলিস্টের বোনের বিয়েতে উপস্থিত হলে পালটে যায় পুরো অনুষ্ঠানের চিত্র।

হিন্দুস্তান টাইমস জানায়, শাহরুখের হেয়ার স্টাইলিস্ট রাজ গুপ্তের বোনের বিয়েতে দাওয়াত দেন তাকে। সেই অনুষ্ঠানে হাজির হন শাহরুখ।

রাজ ও তার পরিবার তো ভাবতেই পারেনি তাদের ঘরে শাহরুখের মতো এত বড় তারকার পা পড়বে।

এক ভিডিওতে দেখা যায়, কালো স্যুট পরে বিয়েস্থলে উপস্থিত হয়েছেন শাহরুখ। তিনি স্টেজে উঠে বর ও কনেকে আলিঙ্গনও করেন। এ সময় বিপুলসংখ্যক অতিথি তাকে দেখে চিৎকার দিতে থাকে। এ তারকাকে সামনাসামনি দেখতে হুড়োহুড়ি পড়ে যায় সেখানে।

(দ্য রিপোর্ট/একেএমএম/ জুন ০৪,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর