thereport24.com
ঢাকা, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯, ২৮ কার্তিক ১৪২৬,  ১৪ রবিউল আউয়াল 1441

বিএনপির স্থায়ী কমিটিতে সেলিমা-টুকু

২০১৯ জুন ১৯ ১২:৩৭:১০
বিএনপির স্থায়ী কমিটিতে সেলিমা-টুকু

দ্য রিপোর্ট প্রতিবেদক: বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির দুটি শূন্য পদ পূরণ করা হয়েছে। এই দুই পদে দলের ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকুকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ২০১৬ সালের আমাদের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। সেখানে আমাদের স্থায়ী কমিটিতে বেশ কয়েকটি পদ ফাঁকা থাকে। তার মধ্যে দুটি পদে বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকুকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, অধ্যাপক শাহিদা রফিক, সহ-সাংগঠনিক আব্দুস সালাম আজাদ, বিএনপি অফিসের কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ১৯,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর