thereport24.com
ঢাকা, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯, ২২ অগ্রহায়ণ ১৪২৬,  ৭ রবিউস সানি 1441

নিউ ইয়র্কে গোলাগুলিতে এক বাংলাদেশি নিহত

২০১৯ সেপ্টেম্বর ০৩ ১০:১৫:০৬
নিউ ইয়র্কে গোলাগুলিতে এক বাংলাদেশি নিহত

দ্য রিপোর্ট ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গোলাগুলির মাঝে পড়ে মহম্মদ শাহেদউদ্দিন (২৭) নামের এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এঘটনায় আহত হয়েছে অন্য এক বাংলাদেশি নাগরিক-সহ দুই জন।

সোমবার গভীর রাতে নিউ ইয়র্কের রিচমন্ড হিল এলাকার একটি জামাইকান নাইট ক্লাবের সামনে দুই গোষ্ঠীর বাদানুবাদ ঘিরে আচমকা গুলির লড়াই শুরু হয়। এর মাঝে পড়ে বুকে গুলি বেঁধে শাহেদের।

গুলিবিদ্ধ শাহেদকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি। ওই হাসপাতালেই ঘটনায় পায়ে ও পিঠে গুলিবিদ্ধ অন্য দুই জন চিকিৎসারত রয়েছেন। তাঁদের মধ্যে একজন বাংলাদেশের সিলেটের বাসিন্দা বলে জানা গিয়েছে।

ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দুষ্কৃতীদের নাগাল পেতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়েছে নিউ ইয়র্ক পুলিশ।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ০৩ ,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

প্রবাস কথা এর সর্বশেষ খবর

প্রবাস কথা - এর সব খবর