thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

প্রতিবাদের ভাষা; চুপ খানরা, সরব বলিউড

২০১৯ ডিসেম্বর ২০ ১২:৫৮:৩৬
প্রতিবাদের ভাষা; চুপ খানরা, সরব বলিউড

দ্য রিপোর্ট ডেস্ক: সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও নাগরিক পঞ্জি প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ ছড়িয়ে পড়েছে সারা ভারত জুড়ে। আঁচ লেগেছে বলিউডেও। প্রতিবাদে কতটা সরব বলিউড? জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রতিবাদে মুখ খুলেছেন একাধিক তারকা। তবে এখনও চুপ বলিউডের প্রথম সারির তারকারা। শাহরুখ খান নিজে জামিয়া মিলিয়ার ছাত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব খান- কাপুররা এখন আশ্চর্য ভাবে নীরব। বিতর্ক এড়াতে?

স্বরা ভাস্কর, রিচা চড্ডার মতো অভিনেত্রী কিংবা মহেশ ভাটের মতো ইন্ডাস্ট্রির সিনিয়ররা বরাবরই প্রতিবাদে ছিলেন। এ বার জামিয়া মিলিয়া এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী ছাত্রছাত্রীদের উপরে পুলিশের আক্রমণে রোষ ছড়িয়ে পড়েছে সব স্তরেই। টুইটারে দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় প্রশাসনের নিন্দা করেছেন তাপসী পান্নু, কঙ্কণা সেন শর্মা, রাজকুমার রাও, বিক্রান্ত মেসি, সোনি রাজদান, আলি ফজ়ল-সহ অনেকেই। চুপ করে থাকতে না পেরে টুইটারে ফিরেছেন অনুরাগ কাশ্যপ। গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন অভিনেত্রী সায়নী গুপ্তও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একফ্রেমে দেখা গিয়েছিল যে বলিউড তারকাদের; তাঁদের মধ্যে করণ জোহর, রণবীর সিংহ, আয়ুষ্মান খুরানা, রাজকুমার রাওকে ট্যাগ করে সায়নী লিখেছেন, ‘জামিয়া এবং আলিগড়ের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আর্জি জানাচ্ছি, এদের মধ্যে অন্তত একজন কেউ মিস্টার মোদীকে টুইট কিংবা মেসেজ করুন। এখনও কি কথা বলার সময় আসেনি?’ এদের মধ্যে শুধু রাজকুমার এবং আয়ুষ্মান খুরানাই প্রতিবাদ জানিয়েছেন। হলিউডের তারকা জন কুসাকও প্রতিবাদ করে টুইট করেছেন।

বিতর্ক দানা বেঁধেছে অক্ষয়কুমারের একটি ‘লাইক’ নিয়েও। জামিয়া মিলিয়ার ছাত্রদের আক্রান্ত হওয়ার ভিডিয়োতে অক্ষয়ের দেওয়া ‘লাইক’ ভাইরাল হয়ে যায়। এর পরেই অক্ষয় টুইট করে জানান, লাইকটি ভুলবশত করে ফেলেছিলেন তিনি। ‘আর্টিকেল ফিফটিন’- এর পরিচালক অনুভব সিং আবার প্রশ্ন তুলেছেন, কেন শুধু বলিউডকে টার্গেট করা হচ্ছে এ ব্যাপারে। সম্প্রতি ব্যক্তিগত আক্রমণের শিকার হয়েছেন ফারহান আখতার। ‘নিজের গোষ্ঠীর লোকদের বলুন, যাতে প্রতিবাদের নামে দেশের সম্পত্তি নষ্ট না করে,’ এই বলে ফারহানের উদ্দেশে টুইট করেছিল এ ব্যক্তি। ফারহান তার জবাবে লিখেছেন, ‘ডেভিড ধাওয়ানকে বলছি যাতে আপনাকে ‘বাইগট নাম্বার ওয়ান’ এ কাস্ট করেন।’

রাজকুমার রাও টুইটারে লিখেছেন, ‘পুলিশ ছাত্রদের সঙ্গে যা করল, আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি। একটা গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানো নাগরিকদের অধিকার। আমি রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করারও নিন্দা জানাই। সহিংসতা কোনো কিছুর সমাধান নয়।’

সমাজসচেতন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা লিখেছেন, ‘গান্ধীর দেশে সহিংসতা চাই না। অহিংসাই সবকিছুর চূড়ান্ত বহিঃপ্রকাশ হওয়া উচিত। প্রতিবাদ জানানো মানুষের মৌলিক অধিকার। আসুন, আমরা গণতন্ত্রে বিশ্বাস রাখি।’

‘রাজি’, ‘সঞ্জু’ ও ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ খ্যাত অভিনেতা ভিকি কৌশল লিখেছেন, ‘যা ঘটছে, তা মোটেও ঠিক হচ্ছে না। প্রতিটি মানুষের শান্তিপূর্ণভাবে নিজের মতপ্রকাশের অধিকার আছে। এই সহিংসতায় আমি দুঃখিত, আমি ক্ষুব্ধ। তীব্র নিন্দা জানাই।’

সিদ্ধার্থ মালহোত্রা লিখেছেন, ‘ভারতের মতো গণতান্ত্রিক দেশে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে এ ধরনের নৃশংস পুলিশি আক্রমণে আমি ক্ষুব্ধ। তীব্র নিন্দা জানাচ্ছি।’

ভূমি পেড়নেকর টুইটারে লিখেছেন, ‘সহিংসতার ফল কখনো ভালো হয় না। মতপ্রকাশের অধিকার আমাদের মৌলিক অধিকার। যেভাবে শিক্ষার্থীদের প্রতিহত করা হলো, তা দেখে আমি স্তব্ধ হয়ে গেছি। নিন্দা জানানোর ভাষা নেই।’

বরুণ ধাওয়ান একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে দেখা গেছে, হিন্দু, মুসলমান, শিখ ও খ্রিষ্ট ধর্মাবলম্বী- সবার হাত একসঙ্গে ভারতকে ধরে আছে। এভাবেই বরুণ ধর্মনিরপেক্ষতার পক্ষ নিয়েছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ২০,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর