thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

ওবায়দুল কাদেরকে মির্জা ফখরুলের চ্যালেঞ্জ

২০২০ জানুয়ারি ০১ ১৮:৪২:৪৬
ওবায়দুল কাদেরকে মির্জা ফখরুলের চ্যালেঞ্জ

দ্য রিপোর্ট প্রতিবেদক: বর্তমান সরকারের ওপর মানুষের কেমন আস্থা আছে তা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১ জানুয়ারি) বেলা ৩টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলায়তনে এক আলোচনা সভায় তিনি এই চ্যালেঞ্জ ছুড়ে দেন।

বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আওয়ামী লীগ বন্দুক দিয়ে, গায়ের জোরে ক্ষমতায় বসে আছে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘জনগণের সরকার তো তারা নয়। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, ১০০ জনকে জিজ্ঞাসা করলে ৯০ জনই বলবে, আমরা এই সরকারকে চাই না। আমি ভুল বলছি না। ওবায়দুল কাদের আসুন, আপনার ওই পুলিশ বাদ দিয়ে দেখুন, মানুষ কী বলে। দেখুন, দেয়ালে কী লেখা।’

তিনি বলেন, ‘আজকে পত্রিকায় একটি কলাম ছাপা হয়েছে। আওয়ামী লীগপন্থী এক লেখক সেটা লিখেছেন। তিনি কিছুদিন আগে সিলেট গিয়েছিলেন। কলামে বলছেন, মানুষ আর পছন্দ করছে না এই সরকারের মন্ত্রীদের। সরকারকে বলবো দেয়াল ভাষা পড়ুন। মানুষ কী বলতে চায়, তা দেখুন।’

সারাদেশের মানুষ পরিবর্তন চায় দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘তারা নতুন সরকার দেখতে চায়, জনগণের সরকার দেখতে চায়। বন্দুক দিয়ে কিছুদিন আটকে রাখা যায়। সব সময় ধরে রাখা যায় না।’

ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভা চলাকালে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে দুবার হাতাহাতির ঘটনা ঘটে। বিএনপির সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এ ছাড়া, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রধান ফটকে ২টি ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় ছাত্রদলের ৩ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

খালেদা জিয়া অন্ধকারে কারাগারে শীতের মধ্যে অত্যন্ত কষ্টে আছেন অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমি গতকালই খবর পেয়েছি, তার রুম গরম করার জন্য একটি রুম হিটার নিয়ে গিয়েছিল। কিন্তু ভয়ংকর, নির্মম এই সরকার হিটারটাও নিয়ে গেছে!’

আগে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত আড়ম্বরভাবে পালন করা হতো মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘কিন্তু গত ১০-১২ বছরে সরকারের অত্যাচারে দেশের রাজনীতি ধ্বংস হয়ে যাচ্ছে, গোটা দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। এ কারণে প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রাম এখন আগের মতো করা যাচ্ছে না। সেই জায়গা থেকে আমাদের উঠে দাঁড়াতে হবে।’

সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ‘যখন চতুর্দিক বন্ধ, অন্ধকার হয়ে আসে, সমস্ত জানালা বন্ধ থাকে, তখন জেগে উঠতে হবে। ছাত্রদলকে বলতে হবে, তুমি জাগো, তুমি জাগো। একটা করে জেগে উঠতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘কিছুদিন আগেও আমি দেখেছি, বরাবরের ছাত্রদলের চেনা মুখগুলো একটু বয়স্ক-বয়স্ক। আর আজকে দেখছি তরুণ, টগবগে যুবক। তারা আমাদের সবাইকে নতুন আশার আলো দেখিয়েছেন।’

ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আমরা তোমাদের পথের দিশা দেখাতে পারি, কিন্তু সেই পথে পথিকৃত কারা হবে? তোমরাই হবে। তোমরাই সেই ভ্যানগার্ড, যারা সামনের দিকে এগিয়ে যায়, যাদের কোনও পিছুটান থাকে না। যারা পৃথিবীর সভ্যতাকে পাল্টে দেয়, তারাই তরুণ সমাজ। কবিরা বলছেন, যারা যুবক তাদেরই এখন যুদ্ধে যাওয়ার সময়। তোমাদের দিকে ওই জেলখানা থেকে তাকিয়ে আছে আমাদের নেত্রী খালেদা জিয়া।’

গত ১২ বছরে বিএনপির বহু ছেলেকে গুলি করে মারাসহ গুম করা হয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘কারাগারে নিয়ে দিনের পর দিন না খাইয়ে রেখেছে। আজকে আমাদের অনেক ছেলে রিকশা চালায়, হকারি করে। বিভিন্ন এলাকার বিএনপির ছেলেরা মামলার যন্ত্রণায় না থাকতে পেরে পালিয়ে ঢাকায় এসে এসব করে।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘অনেকে আমাদের প্রশ্ন করেন, কেন আমরা সিটি নির্বাচনে অংশ নিচ্ছি। অনেক বলেছেন, ২০১৪ সালে নির্বাচনে না গিয়ে আমরা ভুল করেছি। সেই কারণে ২০১৮ সালে নির্বাচনে ‍গিয়ে প্রমাণ করেছি এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এখন আমরা সিটি নির্বাচনে অংশ নিয়ে বার বার প্রমাণ করতে চাই, এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে দেশে সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।’

ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।

(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ০১,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর