thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

এপ্রিল পর্যন্ত সভা-সমাবেশ স্থগিতের সিদ্ধান্ত আ.লীগের

২০২০ মার্চ ১১ ১৯:০০:২৮
এপ্রিল পর্যন্ত সভা-সমাবেশ স্থগিতের সিদ্ধান্ত আ.লীগের

দ্য রিপোর্ট প্রতিবেদক: চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এপ্রিল মাস পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ ও সেমিনার স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, ‘দেশে করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর এপ্রিল পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ, আলোচনা সভা, সেমিনার স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। তবে অভ্যন্তরীণভাবে দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে বলে জানান তিনি।

এছাড়াও জুন মাসের মধ্যে আওয়ামী মহিলা লীগ এবং যুব মহিলা লীগকে তাদের কাউন্সিল সমাপ্ত করার নির্দেশনা দেন তিনি।

করোনা মোকাবেলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে জানিয়ে করোনার মতো কোনো সংবেদনশীল ও মানবিক ইস্যু নিয়ে রাজনীতি না করতে বিএনপির প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

(দ্য রিপোর্ট/আরজেড/১১মার্চ,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর