thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

মনোনয়ন সংগ্রহ নিয়ে আ.লীগের দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

২০১৩ নভেম্বর ১০ ১৫:৪৬:৩৩
মনোনয়ন সংগ্রহ নিয়ে আ.লীগের দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ঢাকা-৪ আসনের মনোনয়ন সংগ্রহ নিয়ে আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিনিউয়ের কার্যালয়ের সামনে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বিকাল পৌনে ৩টার দিকে শেখ হাসিনার সাবেক প্রেস সচিব (এপিএস) ড. আওলাদ হোসেন ও শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান সাইজুলের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় টিপু নামের এক সাইজুল সমর্থকের মাথা ফেটে যায়। একই গ্রুপের নারীকর্মীসহ বেশ কয়েকজন আহত হয়েছে।

এ বিষয়ে মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম মিলন বলেন, ‘এ রকম উৎসাহ ও ভিড়ের মধ্যে সামান্য ধাক্কাধাক্কি হতেই পারে। এটা তেমন কোনো ঘটনা নয়।’

এ ব্যাপারে ঢাকা-৪ আসনে মনোনয়ন প্রত্যাশী ড. আওলাদ হোসেন বলেন, ‘আমি মনোনয়ন সংগ্রহের জন্য উপরে ছিলাম। এ ধরনের ঘটনা সমন্ধে আমি কিছু জানি না।’

(দিরিপোর্ট২৪/এএ/এসকে/ এমডি/নভেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর