thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

বাংলাদেশিসহ ৫ লাখ প্রবাসিকে বৈধতা দিল ইতালি

২০২০ মে ১৬ ১০:০৫:২২
বাংলাদেশিসহ ৫ লাখ প্রবাসিকে বৈধতা দিল ইতালি

দ্য রিপোর্ট ডেস্ক: করোনার তাণ্ডবে বিপর্যস্ত ইতালি অবৈধভাবে বসবাসকারী পাঁচ লাখ অভিবাসীকে বৈধতা দিয়েছে। দেশটিতে করোনা মহামারির ফলে সৃষ্ট কর্মী সংকট পূরণে মূলত এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের ফলে সেখানে থাকা কয়েক হাজার অবৈধ বাংলাদেশিও সুবিধা পাবে।

গত বুধবার ইতালি সরকার পার্লামেন্টে বিলটি পাস করে। দীর্ঘ ৮ বছর পর অবৈধ অভিবাসীদের বৈধকরণে এমন সিদ্ধান্ত নিলো দেশটির সরকার।

আগামী পয়লা জুন থেকে টানা ৪৫ দিন চলবে আবেদন গ্রহণ প্রক্রিয়া। কৃষি, মৎস, পশুপালন, বন- বিভাগ, বাসাবাড়ির কাজ, বৃদ্ধদের সেবা দানের সঙ্গে যারা এতদিন যুক্ত ছিলেন, তারা বৈধতার আওতায় আসবেন। কর্মীরা যার অধীনে কাজ করছেন, তাকে ৪০০ ইউরো জমা দিয়ে বৈধকরণের জন্য আবেদন করতে হবে।

এছাড়া বৈধতা হারানো কর্মীরাও ১৬০ ইউরো জমা দিয়ে আবারো বৈধতার জন্য আবেদন করতে পারবেন। ওই সব কর্মীকে সরকার ৬ মাসের স্টে পারমিট দেবে। এরমধ্যে তাদের কাজ খুঁজে নিতে হবে। এরপর স্বাভাবিক বৈধতা লাভ করবেন তারা।

(দ্য রিপোর্ট/আরজেড/১৬মে, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

প্রবাস কথা এর সর্বশেষ খবর

প্রবাস কথা - এর সব খবর