thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

ভারতে ১ লাখ ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা

২০২০ মে ১৯ ০৯:৩৯:০০
ভারতে ১ লাখ ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা

দ্য রিপোর্ট ডেস্ক: ভারতের করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৩৪০ জন। মারা গেছে ৩ হাজার ১৫৬ জন। খবর এনডিটিভির।

সোমবার সকালে দেশটিতে রেকর্ড ৫ হাজার ২৪২ জন আক্রান্ত হওয়ার কথা জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তাতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয় ৯৬ হাজার ১৬৯। এরপর বিভিন্ন রাজ্য থেকে আরো আক্রান্ত হওয়ার খবর আসতে থাকে। সব মিলিয়ে সোমবার দিবাগত রাতেই আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যায়।

আক্রান্তের সংখ্যা বাড়লেও ভারতের কিছু কিছু রাজ্য ৩১ মে’র পর লকডাউন তুলে ফেলার পরিকল্পনা করছে। কিছু কিছু রাজ্য যেসব এলাকায় করোনাভাইরাসের সংক্রমণ কম সেখানে মার্কেট, গণপরিবহন ও স্যালুন খোলার নির্দেশ দিয়েছে। তবে স্কুল-কলেজ, থিয়েটার ও শপিং মল বন্ধ থাকছে।

কিছু কিছু রাজ্যে রাতে জারি করা হয়েছে কারফিউ। যদিও বাংলায় রাতের কারফিউ জারি করা হয়নি।

(দ্য রিপোর্ট/আরজেড/১৯মে, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর